হাইকোর্টের নির্দেশ অমান্য স্পিকারের! বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী-সহ প্রবেশ! এবার সেই কারণে আইন লঙ্ঘন করার অভিযোগে আদলত অবমাননার অভিযোগ দায়ের হল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যায় না বলে এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু সেই নির্দেশ অমান্য করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই এবার আদালত অবমাননার মামলা দায়ের করল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে আদালতের নির্দেশ

উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভা এলাকার মধ্যে প্রবেশ করার অনুমতি রয়েছে। অথচ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢোকার অনুমতি নেই কেন। কলকাতা হাইকোর্ট সেই সময় ওই মামলায় হস্তক্ষেপ করেনি। তবে, বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে, বিধানসভার আইন অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যাবে না। আর এই নিয়ম সকল রাজনৈতিক দলের সদস্যদের জন্য সমান ভাবে প্রযোজ্য যাতে হয়, তা বিধানসভার সচিবকে নিশ্চিত করতে হবে।

আদালত অবমাননাকর মামলা দায়ের শুভেন্দুর

দ্য ওয়ালের শুভেন্দু মামলায় আদালতের নির্দেশের মাত্র কয়েকদিন পরে ফের নিরাপত্তারক্ষী নিয়ে দ্বন্দ্ব বাড়ল রাজনৈতিক শিবিরে। আর সেই নিয়ে আরও একবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। গত ১ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশিকা জারি করেন। যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনও মন্ত্রীর নিরাপত্তারক্ষী বিধানসভায় ঢুকতে পারবেন না। কিন্তু এই প্রস্তাব মানতে চায়নি বিরোধী গোষ্ঠী। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে কেন প্রবেশ করেছেন, সেক্ষেত্রে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও স্পিকার আদালত অবমাননা করেছেন বলেও অভিযোগ তোলেন শুভেন্দু।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নবরূপে দেবী চৌধুরানী মন্দির! আনন্দে আপ্লুত প্রসেনজিৎ, শ্রাবন্তী

প্রসঙ্গত, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা শুভেন্দু অধিকারীর এই আদালত অবমাননা মামলাকে কেন্দ্র করে এদিন শুভেন্দুর আইনজীবী আবেদন জানিয়েছেন, ঘটনার প্রমাণ হিসেবে বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার যেন নির্দেশ দিক হাইকোর্ট। আশা করা যাচ্ছে এই মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহেই। তার আগে এই মামলাকে কেন্দ্র রাজনৈতিক উত্তাপ চড়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment