প্রকাশিত হল রেলের গ্রুপ ডি পরীক্ষার দিনক্ষণ! অ্যাডমিট কবে পাবেন, পরীক্ষা কোথায়?

RRB Group D Exam 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অবশেষে বহু প্রতীক্ষিত গ্রুপ ডি পরীক্ষা ২০২৫ (RRB Group D Exam 2025) এর সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। সরকারের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরীক্ষা আগামী ১৭ নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৫ এর মধ্যেই অনুষ্ঠিত হবে। প্রায় ১.০৮ কোটি আবেদনকারীর নজর এখন এই পরীক্ষার দিকে। আজকের প্রতিবেদনে জানিয়ে দেব এই পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, কীভাবে প্রস্তুতি নেবেন, সিলেবাস সংক্রান্ত সমস্ত তথ্য।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

যেমনটা জানানো হয়েছিল, গ্রুপ ডি পদে মূলত রেল বিভাগের বিভিন্ন টেকনিক্যাল এবং সাপোর্টিং কাজের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড-IV, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহায়ক পদ। আর এবারের বিজ্ঞপ্তিতে মোট ৩২,৪৩৮ টি শূন্যপদ ছিল। এর মধ্যে মুম্বাই জোন থেকেই আবেদন পড়েছে ১৫.৫৯ লক্ষ।

গুরুত্বপূর্ণ তারিখ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এবার পরীক্ষা হবে ১৭ নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে। আর এক্সাম সিটি স্লিপ দেওয়া হবে পরীক্ষার ১০ দিন আগে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পরীক্ষার ৭ দিন আগে থেকে। তবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য আধারভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক। তাই প্রার্থীদের অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখতে হবে।

পরীক্ষার প্যাটার্ন

গ্রুপ ডি পরীক্ষাটি মূলত কম্পিউটার বেস টেস্ট আকারেই হবে। সেক্ষেত্রে মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং ৯০ মিনিট সময় থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরে ১/৩ নম্বর কাটা যাবে।

উল্লেখ করার বিষয়, মোট চারটি বিভাগ থেকে প্রশ্ন থাকবে। আর সেগুলি হল গণিত, সাধারণ বুদ্ধিমত্তা রিজনিং, সাধারণ বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স।

আরও পড়ুনঃ ‘আমায় মুক্তি দিন, সমাজের সামনে দাঁড়াতে দিন!’ চোখে কালো চশমা পরে হাজিরা পার্থর

নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছিল, এখানে চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। উল্লেখ্য, গতবারের মতো এবারও প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ছে। ফলত প্রতিযোগিতাও হবে জোরদার তা বলার অপেক্ষা রাখে না। তাই পরীক্ষার্থীদের এখন থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে হবে।

Leave a Comment