প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে সকাল থেকেই বেশ ঝলঝলে রোদ উঠেছে আকাশে। আর তাতেই বেশ চড়চড়িয়ে গরম বাড়ছে তবে মাঝে মধ্যেই ধূসর মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে। যার দরুন এবার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি (Weather Update)। অর্থাৎ পুজোর মুখেই এবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দুর্গাপুজোর সময় যে ১০০ শতাংশ বৃষ্টিপাত হতে চলেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এইমুহুর্তে কোনও নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে কিন্তু এখনও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাইতো বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েই গিয়েছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। বর্তমানে মৌসুমি অক্ষরেখা কচ্ছ ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দিঘা হয়ে তা পূর্বে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার ফলে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই এই সকল জেলায় জারি করা রয়েছে হলুদ সর্তকতা। অন্যদিকে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে চলেছে সব জেলাতেই।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ অমান্য স্পিকারের! বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা শুভেন্দুর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কম থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল অর্থাৎ শুক্রবার, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। আশঙ্কা করা হচ্ছে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। তার সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া।