৩০ টাকার লটারি কেটে চারদিন থানায় কাটাতে হল বর্ধমানের লরি চালককে!

Bardhaman Driver Wins Lottery-bkm

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভাবের সংসারে মুখ তুলে চাইল আল্লাহ! 30 টাকার লটারিতেই কোটিপতি পূর্ব বর্ধমানের লরিচালক সেখ আজিদ (Bardhaman Driver Wins Lottery)। কোটিপতি হওয়ার খবর প্রথমে বিশ্বাসই হয়নি তাঁর। পরে জানতে পারলে চারদিন থানায় কাটিয়ে অবশেষে কোটি টাকার ক্লেইম জমা দেন তিনি। আজিদের ভাগ্য ফেরায় খুশি তাঁর পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী সকলেই।

30 টাকাতেই ঘুরল ভাগ্যের চাকা

বর্ধমানের গোপালপুর গ্রামের বাসিন্দা পেশায় লরিচালক আজিদ। চার ছেলে এবং এক মেয়ে নিয়ে কোনও মতে চলে সংসার। অভাবের তাড়নায় মাঝেমধ্যেই অভ্যাসবশত কেটে ফেলতেন লটারি। তেমনই একদিন আসানসোল থেকে লরি চালিয়ে ফেরার সময় জামুড়িয়া জাতীয় সড়কের ধারে একটি লটারির দোকান থেকে 30 টাকার টিকিট কাটেন আজিদ।

খোঁজ নিয়ে জানা গেল, টিকিট কাটার পরের দিন স্থানীয় লটারির দোকানে নম্বর মেলাতে গিয়ে চোখ কপালে উঠে তাঁর। দেখতে পান, তাঁর লটারির নম্বরে 1 কোটি টাকা পুরস্কার হয়েছে। প্রথমে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। পরে বুঝতে পারেন আল্লাহ অবশেষে মুখ তুলে চেয়েছে। তবে লটারি জেতার পর যেমন প্রচন্ড আনন্দ হচ্ছিল তেমনই মনের ভেতরে ছিল একটা পরিচিত হয়। পাছে কেউ টিকিট নিয়ে ধা হয়ে যায় তার আগেই সটান দেওয়ানদিঘি থানায় হাজির হন আজিদ।

অবশ্যই পড়ুন: তৈরি থাকুক পাকিস্তান! UAE বধ করেই পাক দলকে হুঁশিয়ারি সূর্যকুমারের

বর্ধমানের লটারি বিজেতা জানিয়েছেন, লটারির টিকিট চুরি হয়ে যাওয়ার ভয়ে অন্তত চারদিন থানায় কাটিয়েছেন তিনি। শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকদের সহযোগিতায় বুধবার বর্ধমানের লটারির ডিলারের সাথে যোগাযোগ করে শেষ পর্যন্ত নিজের টাকা ক্লেইম করেছেন ওই লরিচালক। আজিদ বলেন, আমরা গরীব মানুষ। তাই স্বপ্নগুলোও ছোট। আল্লাহ চেয়েছে বলেই আজ যা কিছু।

কিন্তু লটারিতে পাওয়া অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্নের উত্তরে, ওই লটারি বিজেতা জানান, অনেক দিনের শখ নিজের একটা জমি হোক। আগে জমি কিনব। এছাড়া বাড়তি কোনও। ইচ্ছে নেই। তবে শোনা যাচ্ছে, ঘনিষ্ট মহলে নাকি আজিদ বলেছেন, লটারির টাকা থেকে কিছু অর্থ দিয়ে বড় বাড়ি করার ইচ্ছে রয়েছে তাঁর।

 

৩০ টাকার লটারি কেটে বদলে গেল ভাগ্য, লড়ি চালক হলেন কোটিপতি

৩০ টাকার লটারি কেটে বদলে গেল ভাগ্য, বর্ধমানের লড়ি চালক হলেন কোটিপতি

Posted by GALSI BARTA on Wednesday, September 10, 2025

Leave a Comment