৪০ কিমি বেগে হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! ভ্যাপসা গরম কাটবে দক্ষিণবঙ্গে

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ ফের ডিগবাজি খেল আবহাওয়া (Weather)। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলা সংলগ্ন উপ হিমালয় এবং সিকিম, সেইসঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, ঝাড়খণ্ডে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ ওড়িশা এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বিরাজ করছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা অঞ্চল শ্রী গঙ্গানগর, বরেলি, বারাবাংকি, দেহরি, পুরুলিয়া এবং দিঘার ওপর রয়েছে। সব মিলিয়ে বাংলাজুড়ে নতুন করে ব্যাপক ঝড়-বৃষ্টির অনুকূল সময় তৈরি হয়েছে। একের পর এক সিস্টেমের কারণে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশ। নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্তের দাপটে আজ শুক্রবার ব্যাপক বৃষ্টি পাবে বাংলা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদীয়া অর্থাৎ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে যেমন জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শনিবার অর্থাৎ সপ্তাহান্ত থেকে ফের একবার বৃষ্টির মাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি (৭-১১ সেমি)-র জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গে আপাতত ১৭ সেপ্টেম্বর অবধি ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কথা বললে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়।

Leave a Comment