সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে এল চূড়ান্ত রায়। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে (Jair Bolsonaro) বৃহস্পতিবার দেশের সর্বচ্চ আদালত 27 বছর 3 মাসের কারাদণ্ডে দন্ডিত করেছে। অভিযোগ, 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল।
প্রসঙ্গত, 70 বছর বয়সী এই জাইর বলসোনারোর বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। দোষী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ 43 বছরের মতো সাজা হতে পারত কিন্তু বয়স এবং শারীরিক সমস্যার কথা মাথায় রেখেই আদালত সেই মেয়াদ কমিয়ে দেয়। এমনকি পাঁচজন বিচারকের মধ্যে চারজনই এই রায়ের পক্ষপাতিত্ব করেন। তাই হয়তো বাকি জীবনটা তাঁকে জেলের মধ্যেই কাটাতে হবে।
রায় ঘোষণার পর ট্রাম্পের প্রতিক্রিয়া
এদিকে এই রায় ঘোষণার পর বড়সড় প্রতিক্রিয়া দিয়েছে আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলসোনারোর শাস্তিকে অন্যায্য আখ্যা দিয়ে বলেছেন যে, জাইর বলসোনারো একজন মহান মানুষ। এই সিদ্ধান্ত ব্রাজিলের জন্য ভয়ানক। এমনকি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ব্রাজিল থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করা হবে।
JUST IN: Brazil’s top court sentences former President Jair Bolsonaro to 27 years and 3 months in prison over his attempted coup pic.twitter.com/YAduiTYjIq
— MeidasTouch (@MeidasTouch) September 11, 2025
একই তালে গা ভাসিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি জানিয়েছেন, ওয়াশিংটন এই রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। যদিও কি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। তবে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
বর্তমানে গৃহবন্দী অবস্থায় থাকা জাইর বলসোনারো অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁরা 11 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল করবেন। পাশাপাশি ব্রাজিলে জাইর বলসোনারোর সমর্থকরা পার্লামেন্টের মাধ্যমে তাঁর জন্য ক্ষমতার দাবিও তুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক মহল ভাবছে, এই দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে চরম অস্থিরতা সৃষ্টি হবে।
আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড় থেকে উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্রীর মৃতদেহ! ঘনাচ্ছে রহস্য
প্রসঙ্গত, এর আগে বলসোনারোকে 2030 সাল পর্যন্ত কোনও সরকারি নির্বাচনের প্রার্থী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আর এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁর সমর্থকরা আগামী নির্বাচনের প্রেসিডেন্টর বিরুদ্ধে বলসোনারোরই ঘনিষ্ঠ কাউকে যে প্রার্থী করার পরিকল্পনা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না।