বাদ পড়বেন তারকা, পাকিস্তানের বিরুদ্ধে বদলে যাবে টিম ইন্ডিয়া! কেমন হবে প্রথম একাদশ?

India Vs Pakistan Asia Cup Match team India possible playing 11

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে আর একটা দিন। 14 সেপ্টেম্বর, রবিবার এশিয়া কাপের ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচের (India Vs Pakistan Asia Cup) সাক্ষী থাকবেন দর্শকরা। সেই আসরে নামার আগেই, টুর্নামেন্টের শুরুতে সংযুক্ত আরব আমিরশাহীকে 9 উইকেট হাতে রেখে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। সেই সাথে, পাক শিবিরেও বড় হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এখন অপেক্ষা সম্মুখ সমরের। আর তার আগেই উঠে আসছে বড় আপডেট। শোনা যাচ্ছে, পাকিস্তানের ম্যাচে উইনিং কম্বিনেশন বদলে ফেলবে টিম ইন্ডিয়া। বাদ পড়তে পারেন এক দাপুটে ক্রিকেটার!

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটি

এশিয়া কাপের প্রথম ম্যাচে 58 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে ব্যাটিং করেছিলেন ওপেনার অভিষেক শর্মা এবং শুভমন গিল। প্রতিপক্ষ শিবিরে ক্রমাগত আঘাত হেনে 16 বলে 30 রান করেছিলেন শর্মা। অন্যদিকে 2টি চার ও একটি ছয় সহযোগে 9 বলে 20 রানের অপরাজিত ইনিংস খেলেই টিম ইন্ডিয়াকে জেতান শুভমন। জি নিউজের রিপোর্ট বলছে, এই দুই তারকাকেই পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিং জুটি হিসেবে দেখা যাবে।

মিডল অর্ডারে কারা?

আমিরশাহীর বিরুদ্ধে স্বল্প রানের ম্যাচে ব্যাট হাতে নিজেদের জাত চেনানোর সুযোগ পাননি সূর্য কুমার যাদব থেকে শুরু করে তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া কেউই। মনে করা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সেই অপ্রাপ্তি পূরণ করবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের যোদ্ধারা। হ্যাঁ, পাক দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশের মিডল অর্ডারে কোনও বদল আসবে না বলেই আশা করা যায়।

বাদ পড়বেন এই তারকা!

বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচে ভারতীয় দলের একাদশ থেকে বাদ পড়তে পারেন রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। মনে করা হচ্ছে দুবাইয়ের পিচ বুঝে বরুণের বদলে অর্শদীপ সিংকে খেলাবেন অধিনায়ক সূর্য। এছাড়া বোলিং বিভাগে কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহরা থাকছেন।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গল ক্লাব থেকে চুরি গেল কোটি টাকার জিনিস!

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং।

Leave a Comment