পুজোর মুখে হাওড়ায় টানা কয়েক ঘণ্টা বন্ধ পানীয় জল পরিষেবা, বিজ্ঞপ্তি পুরসভার

howrah water crisis

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি হাওড়ার (Howrah) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার বেশ কিছু ওয়ার্ডে টানা বেশ কয়েক ঘণ্টা জল সরবরাহ বন্ধ থাকবে বলে সূত্রের খবর। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে এবং হাওড়ার কোন কোন ওয়ার্ডে টানা কয়েক ঘণ্টা জল সরবরাহ বন্ধ থাকবে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

হাওড়ার বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা

হাওড়া পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর, শনিবার হাওড়া পুরসভার ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভা জানিয়েছে যে সন্ধ্যা ৭:৩০ পরে পরিষেবা স্বাভাবিক হবে। কেএমডিএ-এর অধীনে পদ্মপুকুরের ইনটেক পয়েন্টে একটি পাম্পে মেরামতের কাজ চলছে। তাই, পরিষেবা বন্ধ রাখতে হবে। অনিচ্ছাকৃত অসুবিধার জন্য পুরনিগমের তরফে সকলের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।

হাওড়া পৌরসভা এলাকায় সাড়ে ছয় ঘন্টা পানীয় জল সরবরাহ পরিষেবা বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই পুজোর আগে পানীয় জল সরবরাহ বন্ধ থাকার কারণে নাগরিকদের সমস্যার সম্মুখীন হতে হতে পারে। বৃহস্পতিবার হাওড়া পৌরসভা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পাইপলাইন মেরামতের জন্য জল সরবরাহ বন্ধ রাখতে হবে।

সময়সূচীতে বদল

চলতি বছরের মে মাস থেকে পুর এলাকায় জল সরবরাহের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচী অনুসারে, সকাল ৬টা থেকে ৮টা, দুপুর ১টা থেকে আড়াইটা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জল পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে, শনিবার বিকেলে পুরবাসীরা জল পাবেন না।

Leave a Comment