রবি থেকে ফের দুর্যোগ, বিকেলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়, বৃষ্টির খেলা! আবহাওয়ার খবর

প্রীতি পোদ্দার, কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে গত বুধবার থেকে উত্তর থেকে দক্ষিণে অনবরত বৃষ্টি (West Bengal Weather Update) হয়েই চলেছে। যদিও এইমুহুর্তে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। কিন্তু কমেনি ভ্যাপসা গরম। আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া দিনের পর দিন যেন বেড়েই চলেছে। তবে চিন্তা নেই, হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল থেকে ফের বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ক্রমেই নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গিয়েছে। ঝাড়খণ্ড হয়ে বর্তমানে এই নিম্নচাপের অবস্থান বিহারে। যার দরুন বিহার ও ঝাড়খণ্ডে ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে। তবে ঘূর্ণাবর্তের সিস্টেম বাংলা থেকে থাকায়, এইমুহুর্তে সেই নিম্নচাপের প্রভাব নেই। তবে বাংলায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিন যেভাবে ভারী বৃষ্টি হয়েছে তার তুলনায় আজ অনেক কম বৃষ্টি হবে। বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। এছাড়াও তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে।

তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের ৯ টি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী জানা গিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বহু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: রানাঘাট নয়, শিয়ালদা থেকে কৃষ্ণনগর ও বনগাঁ অবধি ছুটবে AC লোকাল, ভাড়া জানাল রেল

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গেও আজ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে আগামীকাল অর্থাৎ রবিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দুই দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।

Leave a Comment