বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাম না করে এবার ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন RSS প্রধান মোহন ভাগবত। ভারতের উপর আমেরিকার চড়া শুল্ক নিয়ে তাঁর বক্তব্য, কিছু মানুষ ভারতের অগ্রগতিতে ভীত। কেউ কেউ ভাবছেন যে, ভারত এগিয়ে গেলে আমাদের কী হবে। সে কারণেই তাঁরা বাধ্য হয়ে শুল্কের আশ্রয় নিচ্ছেন। নাম উল্লেখ না করে এমন ভাষাতেই মার্কিন প্রেসিডেন্টকে আয়না দেখালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান (Mohan Bhagwat On Donald Trump)।
ট্রাম্পকে আক্রমণ মোহন ভাগবতের!
সম্প্রতি ভারতের উপর চাপানো শুল্ক নিয়ে কথা বলতে গিয়ে RSS প্রধান মোহন বলেন, কিছু মানুষ ভয় পাচ্ছে! তারা ভাবছে, অন্য কেউ বড় হয়ে গেলে তাদের কী হবে। ভারত যদি বড় হয়ে ওঠে তাহলে তারা কোথায় যাবে? তাই শেষ পর্যন্ত কিছু না পেরে শুল্ক আরোপ করে বসছে তাঁরা।
এরপরই ভাগবত বলেন, আমরা তো কিছুই করিনি। আসলে যারা অপকর্ম করে তাদের তুষ্ট করতেই এসব করা হচ্ছে। এর মধ্যে দিয়ে ভারতের উপর যদি কিছু চাপ সৃষ্টি করা যায় সেটাই আসলে লক্ষ্য। এদিন, কার্যত পাকিস্তানকেও নিশানা করে আমেরিকান প্রেসিডেন্টকে আয়না দেখানোর চেষ্টা করেন মোহন ভাগবত।
এদিন RSS প্রধান আরও বলেন, আমি এবং আমার নিয়েই যত সমস্যা। যখন তাঁরা বুঝতে পারবে যে আমি এবং আমার আসলে আমরা এবং আমাদের, তখনই সমস্ত বিপদ কেটে যাবে। সমস্যার অবসান হবে। মোহনের আরও দাবি, আমরা যদি সহানুভূতি দেখাই এবং ভয়কে জয় করি তাহলে আমাদের কোনও শত্রু থাকবে না। ভারত মহান, ভারতীয়দেরও মহান হওয়ার চেষ্টা করা উচিত। সবশেষে RSS এর প্রধান মুখ বলেন, গোটা বিশ্ব এখন সমস্যার সমাধান খুঁজছে।
অবশ্যই পড়ুন: নিউজিল্যান্ডের রেস্তোরাঁয় বিরাট, অনুস্কাকে ঘাড় ধাক্কা! ফাঁস হল আসল কারণ
প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর দুই ধাপে 50 শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নয়া দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেই মতোই, পুরনো সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসেনি ভারত। আর তাতেই, জুজু ধরেছে মার্কিন শাসককে। হয়তো সে কারণেই, বারবার নিজের ট্রুথ সোশ্যালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে খুব কাছের বন্ধু বলে অভিহিত করে তাঁর সাথে আলোচনায় বসতে চাইছেন তিনি।