তৃণমূল কাউন্সিলরকে ‘চোর’ স্লোগান দিয়ে ধাওয়া স্থানীয়দের! চরম বিক্ষোভ মহেশতলায়

Maheshtala

প্রীতি পোদ্দার, কলকাতা: সঠিক দায়িত্ব পালন না করায় এবার মহেশতলায় (Maheshtala) তৃণমূল কাউন্সিলরকে চোর বলে কটাক্ষ স্থানীয়দের! ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। রাস্তা থেকে নিকাশি, সবেরই বেহাল দশা। স্থানীয় পুরপ্রতিনিধি কাজ না করায় এলাকায় এলাকায় তৈরি হয়েছে চরম বিক্ষোভ। আর সেই ক্ষোভের হিংসার প্রতিফলনে এবার কাউন্সিলরকে তাড়া করল স্থানীয়রা।

কাউন্সিলরকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান!

রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল মহেশতলায়। মহেশতলা পুরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাজ চলছিল। কর্মসূচি ঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য সেখানকার কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় পৌঁছালে স্থানীয়রা তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। শুধু তাই নয় কাউন্সিলরকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান। এরপরেই ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পুলিশ গিয়ে কাউন্সিলরকে উদ্ধার করে আনে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হালদার বলেন, “ভোটে দাঁড়িয়ে হাতজোড় করে বলেছিলেন, আমাকে এবার ভোটটা দিয়ে দিন। আমার তো বয়স হয়ে গেছে। আমি কিন্তু জিতে গেলে কাজ করব। হেরে গেলে পুরো টিএমসি পার্টি ছেড়ে দেব। কিন্তু ভোটে জিতেও দীর্ঘ ৫ বছর হয়ে যাচ্ছে, বিকাশ বন্দ্যোপাধ্যায় কোনও কাজই করেননি।”

অভিযোগ অস্বীকার কাউন্সিলরের!

একই অভিযোগ করেন আরেক স্থানীয় বাসিন্দা রাকেশ মল্লিকের। তিনি বলেন, ” আমরা কাউন্সিলর নির্বাচিত করেছি…আমাদের এলাকার ড্রেনস পুকুরঘাট এগুলো পরিষ্কার করানোর জন্য। কিন্তু কাউন্সিলর কোনও কাজ করেন না। তাঁরা শুধু পুকুর ভরাট করে প্রোমোটারি করে টাকা খায়। এমনকী গরিব মানুষ যদি লোন নিয়ে ছাদ ঢালাই দেন, সেখানে গিয়ে তোলা আদায় করে।” যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মানুষ তাঁর ক্ষোভ জানিয়েছেন। আমি চেষ্টা করেছি তার প্রশমন করতে। কোনও বিক্ষোভ না…এরা আমার দলের লোক নন কেউ। এরা বিরোধী দলের লোক। সিপিএম আশ্রিত লোক এরা।”

আরও পড়ুন: মদ্যপ ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রী? ‘বিশেষ বন্ধু’র পোস্ট ঘিরে বাড়ছে রহস্য

প্রসঙ্গত, কিছুদিন আগে কাকদ্বীপে তৃণমূলের মহিলা ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ সদস্যা রিনা দাসের উপর প্রবল ক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ ওয়ার্ডের একাধিক জায়গায় কোনো উন্নতি করেনি জেলা পরিষদ সদস্যা। দিনের পর দিন প্রতিশ্রুতি দিকেও মেলেনি প্রতিকার। এমতাবস্থায় শাসকদলের প্রতি ক্ষোভ প্রকাশ করল স্থানীয়রা। কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও।

Leave a Comment