বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের মাঝেই দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহিলা ক্রিকেটার কাঞ্চন কুমারী। ভারত বনাম পাকিস্তানের 14 সেপ্টেম্বরের ম্যাচের আগে চরম উন্মাদনার মাঝে হঠাৎ ভারতীয় মহিলা ক্রিকেটারের মৃত্যুর খবরে (Cricketer Kanchan Kumari Death) শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।
জম্মু ও কাশ্মীরে ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান
ডিরেক্টরেট অফ ইয়ুথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস জম্মু ও কাশ্মীরের পোস্ট থেকে জানা গেল, জম্মু ও কাশ্মীরের বুকে সড়ক দুর্ঘটনায় কাঞ্চন কুমারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রশাসিত অঞ্চলটির ক্রিড়া মহলে। জানা গিয়েছে, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা ছিলেন কাঞ্চন কুমারী। ইতিমধ্যেই এমন একজন প্রতিভার মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুব সেবা ও ক্রীড়া অধিদপ্তরও। সেই সাথে কাঞ্চনকে একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটার হিসেবে বর্ণনা করার পাশাপাশি জম্মু ও কাশ্মীরের ক্রিকেট এবং ক্রীড়া উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেছে YSS।
যুব সেবা এবং ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালিকা অনুরাধা গুপ্তা ভারতীয় ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, এমন একজন প্রতিশ্রুতিশীল তরুণী প্রতিভার মৃত্যুতে আমরা মর্মাহত। কাঞ্চন কুমারী ছিলেন, নিবেদিতপ্রাণ খেলোয়াড়, যিনি জম্মু ও কাশ্মীরের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিনিধিত্ব করেছিলেন। এই দুঃখের সময় কাঞ্চন কুমারীর পরিবারের সদস্যদের জন্য সমবেদনা এবং প্রার্থনা রইলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পাক।
অবশ্যই পড়ুন: নিউজিল্যান্ডের রেস্তোরাঁয় বিরাট, অনুস্কাকে ঘাড় ধাক্কা! ফাঁস হল আসল কারণ
Young Female Cricketer Kanchan Kumari Dies in Tragic Accident; YSS Directorate Mourns.
The sudden loss of Kumari has left a significant void in the sporting fraternity of the Union Territory.@manojsinha_ @OmarAbdullah @satishsharmajnk @anuradhagupta_— Directorate Of Youth Services & Sports J&K (@dgyssjk) September 11, 2025
প্রসঙ্গত, জোর কদমে চলছে এশিয়া কাপ। এছাড়াও চলতি মাসেই রয়েছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ওয়ানডে সিরিজ খেলবে ভারতের নারী বাহিনী। রবিবার সেই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মহারাজা, যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে। অন্যদিকে মহিলা ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ গড়াবে 30 সেপ্টেম্বর। আর তার ঠিক আগে ভারতীয় মহিলা ক্রিকেটারের মৃত্যুর খবরে মনের ওজন বেড়েছে ক্রিকেটপ্রেমীদের।