ক্ষুদিরাম সহ স্বাধীনতা সংগ্রামীদের অপমান! অক্ষয় কুমারের সিনেমার বিরুদ্ধে FIR

সহেলি মিত্র, কলকাতাঃ এবার বিতর্কে জড়াল অক্ষ্ময় কুমার, অনন্যা পান্ডে অভিনীত ‘Kesari Chapter 2’ । এই সিনেমার মাধ্যমে বাংলার ইতিহাসকে বিকৃত করার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে রাজ্যের অবদানের ইতিহাস বিকৃত করা এবং বাঙালি বিপ্লবীদের অপমান করার অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

‘Kesari Chapter 2’-এর বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর একাধিক ধারায় কেশরী চ্যাপ্টার ২- এর সাত প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মূলত সিনেমাটির একটি দৃশ্য নিয়ে বিতর্ক শুরু হয় যেখানে বাংলার গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামীদের – বিশেষ করে কিংবদন্তি বাঙালি বিপ্লবীরা ক্ষুদিরাম বসু এবং বারীন্দ্র কুমার ঘোষকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ সরছে নিম্নচাপ, তবে এখনই থামছে না দক্ষিণবঙ্গে দুর্যোগ! বিকেলে ভারী বৃষ্টি ৫ জেলায়

অভিযোগ, সিনেমা ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং এবং বারীন্দ্রকুমার ঘোষকে বিরেন্দ্র কুমার বলে অভিহিত করা হয়েছে। এটিকে ইতিহাসের ইচ্ছাকৃত বিকৃতি এবং বাংলার প্রতি গভীর অপমান বলে অভিহিত করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী দলীয় সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করেন।

বিস্ফোরক দাবি কুণাল ঘোষের

কুণাল ঘোষ বলেন, “ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করা হয়েছে। এটি কেবল একটি ভুল নয় – এটি স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা মুছে ফেলার একটি ষড়যন্ত্র। এমন একটি সিনেমা কীভাবে সেন্সর সার্টিফিকেট পেল?” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিনেমাটির নাম না করেই, চলচ্চিত্র নির্মাতাদের তীব্র সমালোচনা করেছেন। এরই পাশাপাশি বিজেপির সঙ্গে যোগসাজশে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে খাটো করার চেষ্টা করার অভিযোগ করেছেন। তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের ভূমিকাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর নিন্দা জানাই। বিজেপি বাংলা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে লক্ষ্য করে আসছে।”

Leave a Comment