পুরীর সৈকতের পাশে প্রেমিককে গাছে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ!

Puri

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি শাসিত ওড়িশার পুরীতে (Puri) গণধর্ষণ! তিন মাস কাটতে না কাটতেই আরও একবার সমুদ্রের ধারেই কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। না বলে ছবি তোলার জন্য সেই ছবি যুবকদের ডিলিট করতে বললে চাওয়া হয় টাকা। আর সেই টাকা দিতে অস্বীকার করায় ভয়ংকর পরিণতি হল প্রেমিক প্রেমিকার। এদিকে গাছে বাঁধা অবস্থায় নিজের চোখের সামনেই প্রেমিকার এইরূপ শারীরিক নির্যাতন দেখে ভেঙে পড়েন প্রেমিক।

ঠিক কী ঘটেছিল?

NDTV- রিপোর্ট অনুযায়ী, গত শনিবার এক তরুণী এবং তাঁর প্রেমিক বলিহারচণ্ডী মন্দিরের কাছে বসেছিলেন। অভিযোগ তখনই কয়েকজন যুবক আচমকাই তাঁদের ছবি, ভিডিও করতে শুরু করেন। ব্যাপারটি বুঝতে পেরে ওই প্রেমিক প্রেমিকা ছবি এবং ভিডিওগুলি মুছে ফেলতে বলে। কিন্তু ওই যুবকেরা রাজি হননি। উলটে তার জন্য নগদ টাকা দাবি করেন আর তাতেই শুরু হয় বিবাদ, তর্ক। সঙ্গে সঙ্গে দু’ জন যুবক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে প্রেমিকের সামনেই। অন্যদিকে তাঁদের মধ্যে থাকা একজন যুবক, নির্যাতিতার প্রেমিককে গাছে বেঁধে রাখেন। এমনকি তাঁদের পুলিশের কাছে না জানানোর হুমকিও দেওয়া হয়।

গ্রেপ্তার তিন অভিযুক্ত

এদিকে শনিবারের ঘটনার পর তাঁরা দুজন বেশ আতঙ্কিত হয়ে পড়ে। শেষে আতঙ্ক কাটিয়ে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় পুরী সদর থানায় অভিযোগ দায়ের করে। এবং অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ঘটনায় সরাসরি জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুরীর এসপি প্রতীক সিং জানিয়েছেন, “তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি একজনের খোঁজ চলছে ৷” জানা গিয়েছে, পলাতক অভিযুক্তকে ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে ভরপুর। এলাকার প্রাক্তন বিধায়ক, বিজেডি নেতা সঞ্জয় দাস বর্মা এই ঘটনার জন্য রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছেন এবং পুরীতে মেয়েদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের! পুজোর আগেই জেলমুক্তি?

পুরীতে নারী-নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রসঙ্গত, এর আগে চলতি বছর গত ১৫ জুন ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রসৈকত থেকে এক কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সৈকতের কাছে এক নির্জন স্থানে বসে বন্ধুর সঙ্গে গল্প করছিলেন নির্যাতিতা। সেই সময়েই তাঁদের উপর চড়াও হয়েছিল একদল যুবক। তরুণীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। তারপরে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পুরীর সমুদ্রসৈকতে ৷

Leave a Comment