গ্যারেজে ২.৬ কোটি টাকার গাড়ি রেখে ঘোরেন লোকাল ট্রেনে, পঞ্চায়েতের জিতেন্দ্রর মোট সম্পত্তি …

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিনয়ে ছেঁড়া প্যান্ট পড়ে ঘুরে বেড়াতেন, তার হাতে থাকত ধুলো জমা ফাইল! হ্যাঁ, আমরা বলছি ওয়েবসিরিজ পঞ্চায়েতের জিতেন্দ্রর (Jitendra Kumar) কথা। তবে বাস্তব জীবনে জিতেন্দ্র কুমার একেবারেই অন্য ধাঁচে গড়া। সাদামাটা স্বভাবের, কিন্তু জীবনযাত্রায় সম্পূর্ণ আভিজাত্যের ছাপ! চলুন আজকের প্রতিবেদনে জিতেন্দ্রর জীবনের গল্প একটু খতিয়ে দেখি।

মুম্বাইয়ে স্বপ্নের বাড়ি জিতেন্দ্রর

মুম্বাইয়ের এক শান্ত অভিজাত্য পাড়ায় জিতেন্দ্রর বাড়ি। বাইরে থেকে সাধারণ মনে হতে পারে, তবে ভিতরে এক্কেবারে অন্য জগৎ। ঘরের দেওয়ালে রয়েছে পপ-আর্ট পোস্টার। কোথাও বা লুকানো রয়েছে পুরনো গিটার, আবার বইয়ের তাকে সব আধুনিক বই। এমনকি ঘরে রয়েছে ছোট্ট ছোট্ট গাছপালা ঘেরা রিডিং নুক, যেখানে বসে বৃষ্টির দিনে বই পড়ার স্বপ্ন অনেকেরই থাকে।

রয়েছে বিলাসবহুল গ্যারেজ

জানলে চমকে উঠবেন, জিতেন্দ্রর গ্যারেজে রয়েছে বিলাসবহুল সব গাড়ি। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা গেল, তার গ্যারেজে Mercedes Benz GLS 350D গাড়ি রয়েছে, যার বাজার মূল্য 88.18 লক্ষ টাকা। রয়েছে Mercedes Benz E-Class গাড়ি, যার বাজার মূল্য 82.10 লক্ষ টাকা, Toyota Fortuner গাড়ি, যার বাজার মূল্য 48.43 লক্ষ টাকা এবং Mini Countryman, যার বাজার মূল্য 42 লক্ষ টাকা।

সবমিলিয়ে তার গাড়ির সংগ্রহ প্রায় 2.6 কোটির বেশি। তবে সবথেকে মজার বিষয় যে, এই গাড়িগুলো নিয়ে তিনি খুব একটা ঢাক ঢোল পিটিয়ে বেড়ান না। বরং, নিজে Mini Countryman নিয়েই কোনও কোনও রোদের দিনে তিনি ড্রাইভ করতে বেরিয়ে পড়েন।

জিতেন্দ্রর স্টাইল কিন্তু আলোচনায় আসে না। কিন্তু তার পছন্দ করা স্নিকার্সগুলো সব নাম করা। হ্যাঁ, তার কালেকশনে রয়েছে Nike, ASICS, Jordan-র মতো সব ব্র্যান্ড। জিতেন্দ্র স্টাইল বুঝলেও তা কখনোই দেখাতে পছন্দ করেন না।

আরও পড়ুনঃ IPL-র আনক্যাপড প্লেয়ারের থেকেও কম, BBL খেলতে যাওয়া বাবরের বেতন জানলে লজ্জা পাবেন!

পারিশ্রমিক কত জিতেন্দ্রর?

জানা যাচ্ছে, পঞ্চায়েতের প্রতিটি এপিসোডে তিনি 70 হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন। শুধু তাই নয়, কোনও একটি ব্র্যান্ড কোলাবরেশনের জন্য তার 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়। তবে এত আয়ের মাঝেও তিনি মাঝে মাঝে লোকাল ট্রেনে ঘুরে বেড়ান, বিশেষ করে ছোট শহরে শুট করতে গেলে। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বৃষ্টি ভেজা দুপুরে ট্রেনের জানালার পাশে বই পড়ার মজাটাই আলাদা।

এদিকে ঘড়ি নিয়ে যদি কথা বলি, তাহলে জিতেন্দ্রর প্রিয় ব্র্যান্ড Jaipur Watch Company এবং Fossil। তবে হাইফাই ডিজাইন নয়, বরং সাবলীল এবং সাদামাটা ডিজাইনই তার পছন্দ, ঠিক যেমন তার অভিনয় দেখে সবার মন ছুঁয়ে যায়। আজকালকার দিনে দাঁড়িয়ে তারকাদের মধ্যে অধিকাংশই যেমন ইনস্টাগ্রামে নিজেদের সব দেখিয়ে বেড়ায়, সেখানে দাঁড়িয়ে জিতেন্দ্র কুমার যেন এক অন্য জগতে বাস করেন। হ্যাঁ, সব থাকা সত্ত্বেও তার ঢোল পিটিয়ে বেড়ানোর অভ্যাসটা নেই!

Leave a Comment