ফোনে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

Donald Trump

সৌভিক মুখার্জী, কলকাতা: এমনিতেই বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে এখন আদায়-কাঁচকলায় সম্পর্ক হয়ে উঠেছে। তবে সেই সম্পর্ক যে এবার নতুন মোড় নিল, তা স্পষ্ট ধরা পরল আজ। একদিকে যখন দুই দেশের প্রতিনিধিরা বসে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ফোন এল। ফোনের অপরপ্রান্তে আর কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কারণ, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75 তম জন্মদিন।

ট্রাম্প শুধুমাত্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাননি, বরং ভারত-আমেরিকার সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন বলে খবর। মোদীও পাল্টা ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ধন্যবাদ প্রিয় বন্ধু ট্রাম্প আমাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। ভারত আমেরিকার এই সম্পর্ক আমরা দুজন মিলে নতুন উচ্চতা নিয়ে যেতে চাই। ইউক্রেন সমস্যার সমাধানে আপনার উদ্যোগকে ভারত সমর্থন জানিয়েছে।

বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক সুর

এদিকে ট্রাম্পের এই শুভেচ্ছা বার্তার আগেই ভারতে এসে বৈঠক করেছিলেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। মঙ্গলবার দীর্ঘ আলোচনায় বসেন তিনি। ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের শেষে দুই পক্ষের তরফ থেকেই আলোচনা ইতিবাচক পথে এগিয়েছে বলে জানানো হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ধন্যবাদ বার্তা প্রকাশের কিছুক্ষণ আগেই ভারতের বাণিজ্যমন্ত্রী ইতিবাচক আলোচনার কথা ঘোষণা করেন। ফলে এই ফোনালাপকে শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা হিসেবেই ধরা হচ্ছে না, বরং দ্বীপাক্ষিক সম্পর্কে নতুন মোড় হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ সংঘর্ষবিরতির প্রস্তাব, কেন্দ্রের সাথে আলোচনায় বসতে চেয়ে বিবৃতি মাওবাদীদের!

জানিয়ে রাখি, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বৈশ্বিক বাজারে শুল্কযুদ্ধ সূচনা হয়েছিল। ভারতীয় পণ্যও সেই তালিকা থেকে বাদ যায়নি। একাধিক পণ্যের উপর 50 শতাংশ শুল্প আরোপ করে আমেরিকা। আর এতে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকতে থাকে। তবে ঘরোয়া বাজারে চাপ বাড়তে থাকায় কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে সুর নরম করেছিল আমেরিকা। সম্প্রতি আলোচনার ধারাবাহিকতায় ইঙ্গিত মিলছে যে, ভারত ও আমেরিকা আবারও যৌথ শর্তে এগোতে চাইছে। এখন দেখার আগামীদিন কী হয়।

Leave a Comment