আদরের ছেলেকে ফিরে পাচ্ছে মোহনবাগান! মাঠ কাঁপাতে আসছে ডার্বিতে হ্যাটট্রিক করা বাঘ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আদরের ছেলেকে ফিরে পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। 2024 মরসুমে বেশ কিছু কারণে সবুজ মেরুন ছেড়ে চেন্নাইয়িন এফসিতে যোগ দেন ভারতীয় ফুটবলের অন্যতম চেনা নাম। এর মাঝে গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অনেক। তবে গত মরসুমে জোড়া সাফল্যের পর নতুন সিজন শুরুর প্রাক্কালে এবার ঘরের ছেলেকে ফিরিয়ে নিচ্ছে বাগান। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বাগান শিবিরে যোগ দিতে পারেন ডার্বিতে হ্যাটট্রিক করা অতি পরিচিত ফুটবল।

নিজেই সবুজ মেরুনে ফিরতে চান তিনি

আগমনের পরই কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ডার্বিতে ইতিহাস গড়ার রেকর্ড আজও তাঁর নামেই রয়েছে। এমতাবস্থায়, ফের মোহনবাগানের জন্য মন কেমন করছে তুখোড় ভারতীয় ফুটবলার কিয়ান নাসিরির। শোনা যাচ্ছে, নিজেই নাকি সবুজ মেরুনে ফিরতে চাইছেন তিনি। যদিও সেসবের মাঝে কাঁটা হয়েছে চেন্নাইয়িন এফসির চুক্তি।

সূত্রের খবর, জামশিদ নাসিরির পুত্র কিয়ানের সাথে এখনও চুক্তি রয়েছে ভিন রাজ্যের ওই দলের। ফলত, হুট করে ভারতীয় তারকাকে দাবি করতে পারছে না সবুজ মেরুন। তবে সূত্রের যা খবর, নিজে থেকেই নাকি মোহনবাগানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিয়ান। কাজেই ভারতীয় ফুটবলারের তরফের সমস্ত প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে খুব শীঘ্রই বাগানের জার্সি গায়ে মাঠে দেখা যাবে কিয়ান নাসিরিকে।

অবশ্যই পড়ুন: ধূমপান নিষিদ্ধ, তাও বিমানের বাথরুমে রাখা থাকে অ্যাশট্রে! কারণ জানলে ভিমড়ি খাবেন

আশিকের বিকল্প হিসেবে খেলবেন কিয়ান!

শোনা যাচ্ছে, মোহনবাগানের জুনিয়র দলে খেলে নাম কামানো ফুটবলার কিয়ানকে দলে পেলে কপাল খুলবে মোহনবাগানেরও। কেননা, সূত্রের খবর অনুযায়ী, মোহনবাগান ছাড়তে চলেছেন আশিক ক্রুনিয়ন। ফলত, বহু ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন আশিক চলে গেলে কিয়ানকে তাঁর ভূমিকায় খেলাতে পারেন কোচ হোসে মোলিনা। কাজেই শেষ পর্যন্ত চেন্নাই ছেড়ে মোহনবাগানে ফিরে এলে আশিক যে সবুজ মেরুণে বড় দায়িত্ব পাবেন এ কথা বলার অপেক্ষা রাখে না।।

Leave a Comment