যত খুশি চাপুন, বারবার কাটতে হবে না টিকিট! দুর্গাপুজোর জন্য স্মার্ট কার্ড আনল কলকাতা মেট্রো

kolkata metro smart card

শিয়রে রয়েছে দুর্গাপুজো। ইতিমধ্যেই পুজোর ৫টা দিনের জন্য কোথায় ঘুরতে যাবেন, কী খাবেন, কী পরবেন নিশ্চয়ই প্ল্যান করে ফেলেছেন। সব তো ঠিক আছে, কিন্তু পুজোর কয়েকটা দিন কীভাবে যাতায়াত করবেন ভেবে দেখেছেন? ইতিমধ্যেই এখন থেকেই রাস্তায় যা ভিড় তা দেখে আঁতকে উঠছেন অনেকে। ফলে ভরসা এখন মেট্রো রেল। পুজোর সময়েও কি আপনার মেট্রোতে করে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? কোন কোন প্যান্ডেল দেখবেন ঠিক করেছেন? জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার নতুন স্মার্ট কার্ড লঞ্চ করল কলকাতা মেট্রো। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য।

পুজো উপলক্ষ্যে নতুন স্মার্ট কার্ড আনল মেট্রো

এবারের দুর্গাপুজোটা সকলের জন্য একটু অন্যরকম হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, পুজোর সময়ে যাতে মেট্রোর টিকিট কাটতে গিয়ে বারবার সমস্যার মুখে না পড়তে হয়, বিশেষ করে দীর্ঘ লাইনে না দাঁড়াতে হয়, সর্বোপরি আনলিমিটেড যাত্রা করতে পারেন সেজন্য কলকাতা মেট্রোর তরফে স্মার্ট কার্ড (Kolkata Metro Smart Card) আনা হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই কার্ডের ফিচার্স সম্পর্কে শুনলে আপনারও খুশিতে লাফাতে ইচ্ছা করবে।

এমনিতে যত সময় এগোচ্ছে ততই মেট্রোর বিভিন্ন রুটে হু হু করে বাড়ছে যাত্রী সংখ্যা। পুজোর সময়ে এই সংখ্যা আরও রেকর্ড করতে পারে বলে মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় সামাল দিতে মেট্রো ট্যুরিস্ট স্মার্ট কার্ড চালু করেছে, যা যাত্রীদের আনলিমিটেড ভ্রমণের সুযোগ করে দেবে। এক রিপোর্ট অনুযায়ী, গত বছর, দুর্গাপুজোর সময়, মেট্রোতে প্রতিদিন ৯,০০,০০০ এরও বেশি যাত্রী পরিবহন করতেন। এই বছর, মেট্রো নেটওয়ার্কের করিডোর সম্প্রসারণের কারণে, এই সংখ্যা দৈনিক ১.১ থেকে ১.২ মিলিয়নে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

কত টাকা খরচ হবে আপনার?

এই ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা মোকাবেলা করার জন্য, কলকাতা মেট্রো রেলওয়ে সীমাহীন ভ্রমণের জন্য পর্যটক স্মার্ট কার্ড চালু করেছে। এই কার্ডগুলি তিন দিনের জন্য ২৫০ এবং পাঁচ দিনের জন্য ৫৫০ এ পাওয়া যাবে। যাত্রীরা সমস্ত মেট্রো স্টেশনের বুকিং কাউন্টার থেকে এই কার্ডগুলি কিনতে পারবেন। এই উৎসবের মরশুমে এই বিশেষ কার্ডটি চালু করার পাশাপাশি, মেট্রো কর্মকর্তারা ট্যুরিস্ট স্মার্ট কার্ড, নিয়মিত স্মার্ট কার্ড, অথবা আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে টিকিট বুক করে বুকিং কাউন্টারে ভিড় এড়াতে জনগণকে অনুরোধ করেছেন। এটি কেবল যাত্রীদের ভিড় এড়াতে সাহায্য করবে না বরং সময় সাশ্রয় করবে এবং তাদের যাত্রা সহজ করবে। অ্যাপ এবং স্মার্ট কার্ড ব্যবহার করে কেনা টিকিটের উপর ৫% ছাড়ও দেওয়া হবে।

Leave a Comment