বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুতেই হেরেছে সংযুক্ত আরব আমিরশাহী। গত রবিবারও ভারতের সামনে টিকতে পারেনি পাকিস্তানের প্লেয়াররা। বলা চলে, সূর্যকুমারের নেতৃত্বে এশিয়া কাপের এ যাত্রায় জেতার জন্যই নেমেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই দুই ম্যাচ জেতার পাশাপাশি সুপার ফোরে জায়গা করে ফেলেছে ভারতীয় দল। তবে তার আগে আগামী 19 সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ (India Vs Oman) রয়েছে হার্দিক পান্ডিয়াদের। শোনা যাচ্ছে, এই ম্যাচে উইনিং কম্বিনেশন বদলে ফেলবে ভারত। আর সেই সূত্র ধরেই, ওমানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে এন্ট্রি নেবেন দাপুটে বোলার।
ওমানের ম্যাচে ভারতীয় দলে জায়গা হতে পারে অর্শদীপের
এশিয়া কাপের এ মরসুমে এখনও পর্যন্ত ভারতের প্রথম একাদশে জায়গা পাননি পাঞ্জাবি ক্রিকেটার অর্শদীপ সিং। মনে করা হয়েছিল, হয়তো পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানো হতে পারে। যদিও তেমনটা হয়নি। বরুণ চক্রবর্তীতেই ভরসা রাখে ম্যানেজমেন্ট। তবে ওমানের ম্যাচে সিংয়ের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত।
News 24 এর রিপোর্ট বলছে, পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ের ম্যাচে পিচের কথা ভেবেই 3 স্পিনার খেলিয়েছিল ম্যানেজমেন্ট। তবে ভারত বনাম ওমানের ম্যাচটি যেহেতু শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আগামী শুক্রবার ভারতের প্রথম একাদশে ভিড়তে পারেন তারকা পেসার অর্শদীপ। যদিও এ বিষয়ে মুখ খোলেননি অধিনায়ক সূর্য।
বাদ পড়তে পারেন জসপ্রীত!
এশিয়া কাপে নিজের সর্বস্ব দিয়ে লড়াই করছেন ভারতীয় পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। গত ম্যাচেও পাক দলের উইকেট ভেঙেছেন তিনি। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, ওমানের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচ যেহেতু বিশেষ গুরুত্বপূর্ণ নয়, তাই, এই ম্যাচে বুমরাহকে বিশ্রামে রাখা হতে পারে। তাছাড়াও বিগত দিনগুলিতে খেলোয়াড়ের ওয়ার্ক লোডের কথা বার বার স্বীকার করে নিয়েছেন গৌতম গম্ভীর থেকে শুরু করে ম্যানেজমেন্টের অনেকেই।
তাছাড়াও, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বুমরাহকে রাখতে চাইবেন অধিনায়ক সূর্য। এমতাবস্থায়, শেষ চারের লড়াইয়ের কথা মাথায় রেখে ওমানের ম্যাচে বুমরাহর বিশ্রামে থাকাটা একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। তাছাড়া গত ম্যাচের জয়ী একাদশে বিশেষ কোনও বদল আসবে না।
Jasprit Bumrah is set to be replaced by Arshdeep Singh or Harshit Rana for the inconsequential match against Oman on Friday.#AsiaCup2025 #INDvOMA #TeamIndia pic.twitter.com/Vh87GSXf2X
— Circle of Cricket (@circleofcricket) September 16, 2025
অবশ্যই পড়ুন: সংঘর্ষবিরতির প্রস্তাব, কেন্দ্রের সাথে আলোচনায় বসতে চেয়ে বিবৃতি মাওবাদীদের!
ওমানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, শুভমন গিল (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অর্শদীপ সিং।