পূজোতেও হবে বৃষ্টি! মহালয়ার আগেই সতর্কতা জেলায় জেলায়, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা এখনও বিদায় নেয়নি। এদিকে ক্যালেন্ডারের পাতায় এখন আশ্বিন মাস। এ বছর পুজো অন্যান্য বছরের তুলনায় অনেকটাই এগিয়ে এসেছে। ফলে বর্ষার (Weather Update) মধ্যেই পুজো চলবে বলে আশঙ্কা করছে অনেকে। যদিও বা কমবেশি বৃষ্টি যে হবে, তা আগেই আন্দাজ করে আপডেট দিয়েছে হাওয়া অফিস। এমনকি মহালয়ার দিনও রাজ্যের নানা প্রান্তেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। আবার এও সম্ভাবনা রয়েছে যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু’দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ মূলত মেঘলা থাকবে। তবে মোটের উপর আবহাওয়া থাকবে রৌদ্রোজ্জ্বল। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হবে খুবই সামান্য। তবে মহালয়ার দিন কলকাতায় আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা এখনও পর্যন্ত জারি করা হয়নি। দু’-এক পশলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

আরও পড়ুন: সার্জিকাল ছুরি-কাঁচি দিয়ে তিন টুকরো করা হয় ছাত্রীর দেহ! রামপুরহাট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তুলনায় উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। আগামীকাল অর্থাৎ শনিবার মূলত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি একটু কম হবে। তার সঙ্গে কোনো কোনো এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে মহালয়া থেকে আপাতত উত্তরবঙ্গের কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।

Leave a Comment