স্কুবা ডাইভিং নয়, এই কারণে মৃত্যু জুবিনের! স্ত্রী গরিমার দাবিতে নয়া তথ্য

Garima Saikia Garg

সহেলি মিত্র, কলকাতাঃ জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুতে (Zubeen Garg Death) শোকস্তব্ধ সমগ্র বলিউড ইন্ডাস্ট্রি। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গায়কের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছিল। তবে এবার তাঁর মৃত্যু রহস্য আরও যেন অন্যদিকে মোড় নিল। গায়কের স্ত্রী এবার যা দাবি করলেন তা সবাইকে অবাক করে রেখে দিয়েছে। স্কুবা ডাইভিং নয়, নাকি খিঁচুনির জন্য মৃত্যু হয়েছে গায়কের। আর এমনটাই দাবি করেছেন তাঁর স্ত্রী!

খিঁচুনির কারণে মৃত্যু হয়েছে জুবিন গর্গের!

বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গ ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে লাজারাস দ্বীপে সাঁতার কাটার সময় খিঁচুনিতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী গরিমা সাইকিয়া। এর আগে প্রাথমিক একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় এই গায়কের মৃত্যু হয়েছে। যদিও জুবিনের স্ত্রী জানিয়েছেন, স্কুবা ডাইভিংয়ের সময় নয়, সাঁতার কাটার সময় খিঁচুনি ওঠায় তাঁর পেটে জল ঢুকে যায়। এর ফলে প্রাণহানি ঘটে।

গরিমা জানিয়েছেন, “জুবিন, ড্রামার শেখর এবং সিদ্ধার্থ সহ আরও সাত-আটজনের সাথে একটি নৌকায় করে লাজারাস দ্বীপে গিয়েছিলেন। তারা একসাথে সাঁতার কেটে নৌকায় করে তীরে ফিরে আসেন। তাদের সকলের পরনে ছিল লাইফ জ্যাকেট। কিন্তু জুবিন আবার সাঁতার কাটতে গেলে খিঁচুনির আক্রমণে আক্রান্ত হন।” গরিমার কথা, এর আগেও নাকি সঙ্গীতশিল্পীর খিঁচুনি হয়েছিল। “এর আগেও বেশ কয়েকবার তার খিঁচুনির আক্রমণ হয়েছিল কিন্তু তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলেন।”

আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের

জানা গিয়েছে, সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে জুবিনের পারফর্ম করার কথা ছিল। তিনি সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। খবর অনুসারে, তিনি লাইফ জ্যাকেট পরে ছিলেন না। সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখন, সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অসমের মরিগাঁওয়ের বাসিন্দা রাতুল বোরা তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এক বিবৃতিতে জানিয়েছে যে স্কুবা ডাইভিং করার সময় গর্গের শ্বাসকষ্ট হচ্ছিল।

Leave a Comment