শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

weather today rain

সহেলি মিত্র, কলকাতাঃ ক্রমেই শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে তোলপাড় হতে চলেছে বাংলার আবহাওয়া (Weather)। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। জানা গিয়েছে, শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর, এই সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় উত্তাল সমুদ্র ও দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস, চলুন জেনে নেবেন বিশদে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

ঘূর্ণাবর্ত এবং আসন্ন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া এক প্রকার আমূল বদলে গিয়েছে। এই জোড়া চাপে কলকাতা শহরসহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ নামছে বৃষ্টি। আজ সোমবার দক্ষিণবঙ্গে ৩ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলা, যেমন মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, হুগলী, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির সম্ভাওনা রয়েছে। বাকি জেলা যেমন পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ২৪ পরগণা জেলায়।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? এদিন উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের উপর আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাব ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুভূত হতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হতে পারে। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত, বৃষ্টিপাতের কার্যকলাপ আরও তীব্র হতে পারে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে, যার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে।

Leave a Comment