কম খরচে হবে লাদাখ ভ্রমণ, সস্তার প্যাকেজ আনল IRCTC

সহেলি মিত্র, কলকাতাঃ লাদাখ…স্বপ্নের মতো এক সুন্দর জায়গা। যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাঁদের বাকেট লিস্টে লাদাখ থাকবেই থাকবে। জীবনে একবার হলেও ভ্রমণপিপাসুদের ইচ্ছা থাকে এই লাদাখ থেকে ঘুরে আসতে। কিন্তু অনেকেই আবার খরচের কথা ভেবে পিছিয়ে আসেন। কিন্তু আর চিন্তা নেই, এর কারণ অন্যান্য বারের মতো এবারেও আইআরসিটিসি (IRCTC)-র তরফে এই লাদাখ নিয়ে এমন এক ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে যেটি চাইলেও আপনি উপেক্ষা করতে পারবেন না।

এবার লাদাখ ট্যুর করাবে IRCTC

অনেকেই আছেন যারা লাদাখে ভ্রমণের খরচ, দুর্গম রাস্তা, কীভাবে খাওয়া দাওয়া হবে? কোথায় থাকা হবে এসব ভেবে শেষ মুহূর্তে প্ল্যান বাতিল করেন। কিন্তু আর চিন্তার কিছু নেই, এর কারণ আপনার সব মুশকিল আসান করবে আইআরসিটিসি। আপনাকে শুধু ব্যাক প্যাক করে রাখতে হবে ব্যস। লাদাখের কথা উঠলেই আমাদের মনে আসে সুন্দর উপত্যকা এবং তুষারাবৃত পাহাড়ের কথা। যারা এই গ্রীষ্মের মরসুমে লাদাখ ভ্রমণ করতে চান তাদের জন্য আইআরসিটিসি একটি দুর্দান্ত অফার দিচ্ছে।

ট্যুরের সময়কাল ৭ রাত ৮ দিন

এই ট্যুরে আপনি অনেক সুবিধা পাবেন। যেমন এই IRCTC-এর এই ট্যুর প্যাকেজের নাম হল INCREDIBLE LADAKH WITH IRCTC LTC APPROVED। এই ট্যুরের প্যাকেজ কোড হল NCA13। প্যাকেজের আওতায় আপনাকে মোট ৭ রাত ৮ দিনের জন্য ভ্রমণের সুযোগ দেওয়া হবে। ট্যুর প্যাকেজের আওতায় আপনাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছে। এই প্যাকেজে আপনাকে লাদাখ, লেহ, নুব্রা এবং প্যাংগং নিয়ে যাওয়া হবে। এই প্যাকেজটি ২১ জুন ২০২৫ তারিখে চণ্ডীগড় থেকে শুরু হচ্ছে। এটি আইআরসিটিসি-র একটি ফ্লাইট ট্যুর প্যাকেজ।

লাদাখ ট্যুরের খরচ

এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আর সেটা হল খরচ। ফ্লাইটের ভাড়া আরামের উপর নির্ভর করে ভাগ করা হয়েছে। একজন ভ্রমণ করলে ৪৯,৮৫০ টাকা দিতে হবে। যদি আপনি দুজন ভ্রমণ করেন, তাহলে প্রতি ব্যক্তির ভাড়া ৪৪,১০০ টাকা। যদি আপনি তিনজন ভ্রমণ করেন, তাহলে প্রতি ব্যক্তির ভাড়া ৪৩,১০০ টাকা।

Leave a Comment