পাকিস্তানের পর এবার পহেলগাঁও নিয়ে কেন্দ্রের উপর খড়গহস্ত মোদীর দূত অভিষেক!

প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা বিশ্বের সামনে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের আসল চেহারা সামনে আনার জন্য রীতিমত তৎপর হতে উঠছিল কেন্দ্র। সেজন্য তড়িঘড়ি ভারত থেকে ৭ টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল তৈরি করা হয়েছে। এবং বিভিন্ন দেশে সেই প্রতিনিধি দলকে পাঠিয়েছিল মোদি সরকার। আর ওই প্রতিনিধিদলের মধ্যে একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের বিরুদ্ধে পঞ্চবান অভিষেকের

জাপানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পাকিস্তানকে পাগল কুকুরের পালনকারী বলে দাগিয়েছিলেন। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ায় গিয়ে পাকিস্তানকে খতরনাক হিসেবেও তুলোধনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়েছিলেন তিনি। প্রত্যেক ক্রিয়ারই যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তা তিনি অপারেশন সিঁদুর অভিযানের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু অবাক করা বিষয় হল এইমুহুর্তে সেই অভিষেকই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে পহেলগাঁও নিয়ে একের পর এক প্রশ্নবাণ ছুঁড়লেন।

সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স অ্যাকাউন্টে বলেন, পহেলগাঁও এ জঙ্গি হানার ৫৫ দিন কেটে গিয়েছে। এটা যে কোনও গণতন্ত্রের পক্ষে খুবই উদ্বেগের যে, না কোনো প্রথম সারির সংবাদমাধ্যম, না কোনো বিরোধী দলের সদস্য, না কোনো বিচারবিভাগ এই হামলা নিয়ে এখনও কোনো প্রশ্ন তুলে ধরেন। তাই আমি, দেশের একজন হিতাকাঙ্ক্ষী নাগরিক এবং একজন জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতার কারণে ভারত সরকারের সামনে পাঁচটি প্রশ্ন তুলে ধরতে চাই।”

জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেন্দ্রের বিরুদ্ধে

এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে, চার সন্ত্রাসী কীভাবে সীমান্তে অনুপ্রবেশ করে ২৬ জন নিরীহ নাগরিককে হত্যা করতে সক্ষম হয়েছিল? জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার? কেন গোয়েন্দা ব্যুরো প্রধানের মেয়াদ এক বছরের মেয়াদ বাড়ানো হয়েছিল? তাও আবার মাত্র এক মাস পরেই। কিছুদিন আগে কেন্দ্র অভিষেক-সহ বিরোধী নেতাদের, সাংবাদিক, বিচারকদের বিরুদ্ধে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করার অভিযোগ তোলে। সেক্ষেত্রে এই ডিভাইস সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবহার করতে বাধা কী? সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ।

হামলার পরে কেন ঋণ মকুব পাকিস্তানের?

শুধু তাই নয়, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন যে পহেলগাঁও হামলায় অভিযুক্ত চার সন্ত্রাসবাদী কোথায়? তারা জীবিত নাকি মৃত? সেই বিষয়ে কেন কেন্দ্রীয় সরকার কোনও স্পষ্ট বিবৃতি দিচ্ছে না? এছাড়াও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ভারত কবে পুনরুদ্ধার করবে? সেই প্রশ্নও এদিন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি আন্তর্জাতিক কূটনীতি এবং ভন্ডামি নিয়েও তিনি সজাগ হন। তাঁর মতে ভারত যদি সত্যিই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে থাকে, তাহলে কেন বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার রাশি রাশি ডলার সাহায্য, অনুদান, ঋণ মকুব করল পাকিস্তানকে? তাও আবার পহেলগাঁও ঘটনার পরে!

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-ই হবে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম! নয়া চমক সজল ঘোষের

যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একের পর এক প্রশ্নের কোনো জবাব মেলেনি কেন্দ্রের তরফে। এর আগে পহেলগাঁও ইস্যুতে বিশেষ অধিবেশন চেয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা। কিন্তু সেই কথায় তখনও আমল দেয়নি কেন্দ্রীয় সরকার। এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ২১ জুলাই থেকে যা চলবে ১২ আগস্ট পর্যন্ত। তাই ওয়াকিবহাল মহল মনে করছে আসন্ন এই বাদল অধিবেশনেই অভিষেকের এই পঞ্চবান কেন্দ্রের বিরুদ্ধে আগামী দিনে বড় ঝড় বয়ে আসতে চলেছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন88 আমাদের India Hood Bangla কে।

Leave a Comment