বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই বড় বড় বাতেলা ঝেরেও দু’ম্যাচের দুটিতেই হেরেছে দাদা পাকিস্তান। এবার ভাইয়ের পালা! তারাও গলাবাজিতে কম যায় নাকি? আগামীকাল ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ। তবে সুপার ফোরের মঞ্চে ভারতের মুখ দেখার আগেই হুঙ্কার ছাড়লেন টাইগারদের সতীর্থ অলরাউন্ডার মেহেদী হাসান (Mahedi Hasan On Team India)। বাংলাদেশি তারকা বললেন, মাথা ঠান্ডা রেখে খেলতে চাই। সামনে ভারত না বাংলাদেশ, সেসব ভাবি না।
ভারতের মুখোমুখি হওয়ার আগে বড় কথা বললেন মেহেদী!
ভারত বনাম পাকিস্তানের মতোই ভারত-বাংলাদেশ ম্যাচও বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। ওয়ান ক্রিকেটের রিপোর্ট বলছে, বুধবার, চলতি এশিয়া কাপে প্রথমবারের মতো একে অপরের মুখ দেখবে দুই দল। আর তার আগেই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী বললেন, আমরা শুরু থেকেই মাথা ঠান্ডা রেখে খেলে আসছি। অতিরিক্ত কিছু ভাবতে চাই না। আমাদের শরীরী ভাসাও সেরকমই রাখতে চাই। শুধু ঠান্ডা মাথায় ক্রিকেট খেলব। তাতে প্রতিপক্ষ ভারত হোক অস্ট্রেলিয়া, সেটা আমাদের চিন্তার বিষয় নয়। এদিন বাংলাদেশি তারকা কার্যতা বোঝাতে চেয়েছেন, প্রতিপক্ষ যেই হোক বাংলাদেশ পরোয়া করে না!
শ্রীলঙ্কাকে হারিয়ে শক্তি সঞ্চয় করেছে বাংলাদেশ
সদ্য এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। যার জেরে, বর্তমানে ভারতের মতোই পদ্মা পাড়ের দলও 2 পয়েন্ট নিয়ে ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে। যদিও সূর্যকুমারদের নেট রান রেটের ( 0.689) তুলনায় বাংলাদেশের নেট রান রেট (0.121) অনেকটাই কম। বিশ্লেষকরা বলছেন, শ্রীলঙ্কাকে হারিয়ে শক্তি সঞ্চয় করলেও লিটন দাসদের পক্ষে ভারতকে হারানোটা কঠিনই নয়, যথেষ্ট কঠিন কাজ হবে। তবে সেই লড়াইয়ে ওপার বাংলার ছেলেরা কতটা নিজেদের নিংড়ে দিতে পারেন সেটাই বলবে কালকের ম্যাচ।
অবশ্যই পড়ুন: ‘হনুমান ভুয়ো হিন্দু দেবতা!’ ট্রাম্পের রিপাবলিকান পার্টির নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বর্তমানে খুব একটা ভাল জায়গায় নেই। দাদা পাকিস্তানের মতোই খানিকটা অবস্থা তাদের। যদি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার সাথে হেড টু হেড পরিসংখ্যানে চোখ রাখা যায়, সে ক্ষেত্রে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে 17টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে 16টি ম্যাচেই জিতেছে ভারত। অন্যদিকে ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে ভারত বাংলাদেশের ম্যাচ হয়েছে 15টি যার মধ্যে 13টি ম্যাচেই ভারতের জয়জয়কার হয়েছে। আর এ থেকেই বোঝা যাচ্ছে আগামীকালের ম্যাচ ওপারের টাইগারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।