ফের অনেকটাই পতন সোনার দামে, রুপো নিয়েও সুখবর! আজকের রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা রুপোর দর (Gold And Silver Price) নিয়ে বিরাট সুখবর! আজ 21 জুন, শনিবার। অনেকটাই দরপতন হয়েছে আজ হলুদ ধাতুর। ফলে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মুখে আবারো হাসি ফুটেছে। অন্যদিকে সাদা ধাতুর দর নিয়েও বিরাট সুখবর। কারণ আজ রুপোর দরেও বিরাট পতন। কিন্তু কোন শহরে আজ কতই বিকোচ্ছে সোনা রুপো? সবটা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

  • আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,090  টাকায়।
  • আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,090 টাকায়।
  • আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,240 টাকায়। 
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,140 টাকা।

24 ক্যারেট পাকা সোনার দাম

  • আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,470 টাকায়।
  • আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,470 টাকায়।
  • আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,620 টাকায়। 
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,520 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

  • আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,350 টাকায়।
  • আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,790 টাকায়। 
  • আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,350 টাকায়। 
  • আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,470 টাকায়।
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,390 টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

  • আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,09,000 টাকায়।
  • আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,19,000 টাকায়। 
  • আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,09,000 টাকায়।

আরও পড়ুনঃ ছিলেন আম্বানির ডান হাত, ৭৫ কোটি টাকার চাকরি ছেড়ে আজ করছেন ভিক্ষা!

এখনই কি বিনিয়োগ করবেন?

টানা ঊর্ধ্বগতির পর সোনার দরের টানা পতন বিনিয়োগকারীদের মনে আবারো আশার সঞ্চার করেছে। পাশাপাশি যারা রুপোয় বিনিয়োগ করতে চান, তাদের জন্যও সুখবর। এমনকি যারা গয়না হিসেবে সোনা বা রুপো কিনবেন বলে অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি সেরা সময় হতে চলেছে। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটবেন।

Leave a Comment