ভারতকে চিন, রাশিয়ার সাথে একই ক্যাটাগরিতে রাখা যাবে না! বড় কথা বলে দিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

Finland President On India he said India is not like Russia and China

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া এবং চিনের সাথে একই ক্যাটাগরিতে ভারতকে রাখতে রাজি নন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব (Finland President On India)। তাঁর দাবি, জনসংখ্যাতাত্ত্বিক ও অর্থনৈতিক শক্তির দিক থেকে ভারত একটি উদীয়মান পরাশক্তি। পশ্চিমা দেশগুলির উচিত ভারতের সাথে সহযোগিতার হাত মেলানো।

ভারতের প্রশংসায় পঞ্চমুখ স্টাব

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়া এবং চিনের মধ্যেকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে স্টাব স্পষ্ট জানান, 1990 এর দশকের গোড়ার দিকে রাশিয়া এবং চিনের অর্থনীতি প্রায় একই ছিল, কিন্তু বর্তমানে চিনের অর্থনীতি রাশিয়ার চেয়ে 10 গুন বড়।
রাশিয়াকে তেল, গ্যাস এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি যোগাচ্ছে ড্রাগন। এভাবেই দুই দেশ অনেকটাই একে অপরের কাছাকাছি এসেছে।

এদিন রাশিয়া ও চিন প্রসঙ্গে কথা বলতে গিয়েই ভারতের প্রসঙ্গ তোলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। তাঁর কথায়, ভারত কিন্তু এই সমীকরণের বাইরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টাব জানান, আমি রাশিয়া এবং চিনের সাথে ভারতকে একই ঝুলিতে রাখতে পারব না। ভারত ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু। এটি জনসংখ্যাতাত্ত্বিক এবং অর্থনৈতিক শক্তি সহ একটি উদীয়মান পরাশক্তি। আমি সব সময় বলে আসছি, পশ্চিমা দেশগুলোর জন্য ভারতের সঙ্গে সম্পৃক্ততা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তাঁর চিরকালের দাবি, ভারত শুধুমাত্র উদীয়মান অর্থনৈতিক শক্তি নয়, তারা বৈশ্বিক মঞ্চেও দিন দিন বড় হয়ে উঠছে। পশ্চিমা দেশগুলোর উচিত ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করা। এতে বৈশ্বিক ভূ-রাজনীতির ভারসাম্য বজায় থাকবে।

অবশ্যই পড়ুন: তিহার জেল থেকে সরানো হবে আফজল গুরু, মকবুল ভাটের কবর? যা জানাল হাইকোর্ট

উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগে বেশ কয়েকবার ভারতের প্রতি নিজের অবস্থান এবং পশ্চিমাদের জন্য ভারত কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার। এর আগে চিনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলনেও ভারতের প্রতি তাঁর ধারণা প্রতিফলিত হয়েছে।

সেবার অবশ্য চিনের সম্মেলনে ভারত, রাশিয়া এবং চিনের তিন প্রধানকে একসাথে দেখার পর স্টাব বলেছিলেন, এসসিও সম্মেলনে যা দেখা গেল তা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে ছিল। পশ্চিমাদের ঐক্যকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। যদিও সেবার সতর্কবার্তা দিয়েও ভারতের পক্ষেই দাঁড়িয়ে ছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট।

Leave a Comment