সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে ভারতে 125cc বাইকের চাহিদা দিনের পর দিন বাড়ছে। আর সেই সূত্রে Hero Glamour X আবারও নতুন রুপে বাজারে এসেছে। নতুন ডিজাইন, উন্নত ফিচার আর বাজেট ফ্রেন্ডলি দামের কারণে এখন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে Hero Glamour X। আর এই বাইকের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 83 হাজার টাকা থেকে। সবথেকে বড় খবর, আপনি মাত্র 20 হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই এই বাইক বাড়ি নিয়ে যেতে পারবেন। আর বাকি টাকা কিস্তিতে পরিশোধের সুবিধা মিলবে। চলুন বিস্তারিত জেনে নিই।
Hero Glamour X-র প্রধান ফিচার
Hero Glamour X-এ রয়েছে সব নতুন প্রজন্মের ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য হল ক্রুজ কন্ট্রোল, বড় ডিজিটাল ডিসপ্লে, স্টাইলিশ লুকস, 10 লিটার ফুয়েল ট্যাংক, কিক স্টার্ট সুবিধা, বাম্পার মাইলেজ, 3 রাইডিং মোড, LED লাইট এবং আরামদায়ক সিট, স্মার্ট স্টোরেজ স্পেসের মতো ফিচার। মোদ্দা কথা, এটি সম্পূর্ণ আধুনিক আর কম্ফোর্টেবল বাইক হতে চলেছে।
ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের দাম
প্রসঙ্গত, এই বাইকের ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের অন রোড প্রাইস শুরু হচ্ছে মাত্র 95,915 টাকা থেকে। আর আপনি মাত্র 20,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 75,915 টাকার লোন নিতে পারবেন। আর যদি তিন বছরের মেয়াদে ইএমআই করেন, তাহলে 10% সুদ দিতে হবে। সেই সূত্রে আপনার প্রতি মাসে 2450 টাকা করে ইএমআই পড়বে আর মোট সুদ দাঁড়াবে 12,000 টাকার বেশি।
ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম
Hero Glamour X-এর ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের অন রোড প্রাইস দাঁড়াচ্ছে 1.06 লক্ষ টাকা। আর যদি 20 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন, সেক্ষেত্রে 86,000 টাকা লোন নিতে পারবেন। তিন বছরের মেয়াদে 10% সুদ দিতে হবে। সেক্ষেত্রে আপনার ইএমআই পড়বে প্রতি মাসে 2775 টাকা করে এবং মোট সুদ দাঁড়াবে 13,899 টাকা।
আরও পড়ুনঃ “ওম শান্তি শান্তি শান্তি ওম!” জাতিসংঘে হিন্দু মন্ত্র উচ্চারণ বৃহত্তম মুসলিম দেশের প্রেসিডেন্টের
তাই এই উৎসবের মরসুমে যারা কম বাজেটের আধুনিক 125cc বাইক কিনতে চান, তাদের জন্য Hero Glamour X হতে চলেছে একেবারে দারুণ অপশন। কারণ কম ডাউন পেমেন্ট, সহজ ইএমআই আর উন্নত ফিচারের কারণে এটি বর্তমানে সেরার সেরা অপশন।