বিধায়ক হিসেবে কাজ নয়! হাইকোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, জেলমুক্তি হবে?

Partha Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আগে বিরাট খবর! অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । যদিও সেটা শর্তসাপেক্ষ। দীর্ঘ জামিন আবেদনের পর অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় তাঁকে জামিন দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এইমুহুর্তে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তবুও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন কি না, তা স্পষ্ট নয়।

কলকাতা হাইকোর্টে আজ অর্থাৎ শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের শর্তসাপেক্ষ জামিনের ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে আদালতের তরফে বলা হয়েছে যে, পার্থ চট্টোপাধ্যায় এইমুহুর্তে মোবাইল নম্বর বদল করতে পারবেন না। আপাতত বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না। কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না। এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে আদালতে। শুধু তাই নয় সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না তিনি। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করতে হবে সবসময়।

বিস্তারিত আসছে…

Leave a Comment