সৌভিক মুখার্জী, কলকাতা: 20 বছর পর আজকের 1 কোটি টাকার মূল্য দাঁড়াবে মাত্র 25 লক্ষ টাকা! কি চমকে গেলেন তো? আসলে এটাই সত্যি! কারণ সময়ের সঙ্গে সঙ্গে যে হারে মূল্যস্ফীতি (Inflation Rate) লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে আপনার সঞ্চয়ের শক্তি দিনের পর দিন কমছে ছাড়া, বাড়ছে ন!
আসলে আমরা প্রায়শই শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের রিটার্ন, এসব নিয়ে আলোচনা করি। তবে আদতে আমাদের মূল্যস্ফীতির প্রভাব নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। অথচ সঞ্চয়ের ভবিষ্যৎ নির্ধারণে সবথেকে বড় হাতিয়ার এটিই।
কী এই মূল্যস্ফীতি?
পাতি বাংলা ভাষায়, মূল্যস্ফীতি হল জিনিসপত্রের দাম ধীরে ধীরে বাড়া। ধরুন, আজ 1 লিটার তেলের দাম 150 টাকা। এক বছর পর সেই তেলের দাম 180 টাকা হয়ে গেল। অর্থাৎ, মূল্যস্ফীতি হল 15%। সেক্ষেত্রে আপনি একই পণ্যের জন্য অতিরিক্ত টাকাও খরচ করছেন। অর্থাৎ, আপনার টাকার ক্ষমতা কমছে, কিন্তু আয় বাড়ছে না!
কীভাবে কমছে টাকার দাম?
ধরুন, আজ আপনার ব্যাঙ্কে 1 কোটি টাকা রয়েছে। এবার প্রতিবছর যদি গড়ে মূল্যস্ফীতি 7% ধরি, তাহলে 20 বছর পর সেই 1 কোটি টাকার মূল্য দাঁড়াবে মাত্র 25.84 লক্ষ টাকা! হ্যাঁ, হিসাব দেখলে ভিমড়ি খাওয়ার মতো অবস্থা হবে! মোদ্দা কথা, ভবিষ্যতে যদি আপনি 1 কোটি টাকা চান, তাহলে আপনাকে এখন থেকে কমপক্ষে 4 কোটি টাকার ফান্ড তৈরি করতে হবে।
ভবিষ্যতে খরচ কীরকম হতে পারে?
বেশ কিছু সূত্র দাবি করছে, আজ যদি স্কুলের ফি 1 লক্ষ টাকা হয়, 20 বছর পর তা 3.87 লক্ষ টাকায় ঠেকতে পারে। এমনকি আজ যদি চিকিৎসার ক্ষেত্রে অস্ত্রোপচারের খরচ 5 লক্ষ টাকা হয়, তা 20 বছর পর পৌঁছতে পারে 19.35 লক্ষ টাকা পর্যন্ত। পাশাপাশি পরিবারের এখন মাসিক খরচ 50,000 টাকা হলে, ভবিষ্যতে সেই খরচ দাঁড়াতে পারে 1.93 লক্ষ টাকায়। আর এই পরিসংখ্যানগুলো দেখে শিউরে ওঠা ছাড়া কোনও উপায় নেই।
এখন থেকেই খুঁজতে হবে উপায়
ভবিষ্যতের সংকটের কথা মাথায় রেখে এখন থেকেই স্মার্টলি কাজ করতে হবে। শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সঞ্চয় করে গেলেই হবে না। কারণ, যেকোনো ব্যাঙ্কে বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে মাত্র 3.5% হারে সুদ দেওয়া হয়। যদি আমরা বছরে 7% মূল্যস্ফীতিই ধরি, তাও ব্যাঙ্কে টাকা জমানো মানে লস। তাই এমন কোনও জায়গায় বিনিয়োগ করুন, যেখানে রিটার্ন মূল্যস্ফীতির থেকেও বেশি আসে।
আরও পড়ুনঃ চিন, বাংলাদেশকে পিছনে ফেলে এক নম্বর! ধারে কাছে নেই পাকিস্তান, খেল দেখাচ্ছে ভারত
বলে রাখি, মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে মিউচুয়াল ফান্ড, ইকুইটি স্কিম, সোনা ইত্যাদি। জানা যাচ্ছে, দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড স্কিম থেকে গড়ে 10 থেকে 12% রিটার্ন পাওয়া যায়। এমনকি কিছু কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে, যেগুলি 20% রিটার্নও দেয়। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেবেন।