শর্মার বদলে বচ্চন! এশিয়া কাপের ফাইনালের আগে শোয়েবকে যোগ্য জবাব অভিষেকের

Abhishek Bachchan On Shoaib Akhtar regarding a controversial statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের মূল মঞ্চে লড়বে দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত এবং পাকিস্তান। বোধ হয়, এটাই ছিল ভবিতব্য। আর তার ঠিক আগেই টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার অভিষেক শর্মাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলিউডের নামজাদা অভিনেতা অভিষেক বচ্চনের নাম বলে বসেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। যা নিয়ে দানা বাঁধে বিতর্ক। যদিও প্রাক্তন ক্রিকেটারের সেই বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে বেশি সময় নেননি বিগ বি পুত্র (Abhishek Bachchan On Shoaib Akhtar)।

ঠিক কী বলেছিলেন শোয়েব আখতার?

সম্প্রতি একটি শো তে টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার তথা টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানকে নিয়ে কথা বলতে গিয়ে ভুলবশত অভিষেক শর্মার জায়গায় অভিষেক বচ্চনের নাম নেন প্রাক্তন পাক তারকা। শোয়েব বলেছিলেন, পাকিস্তান যদি অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করে সাজঘরে ফিরিয়ে দেয়, তাহলে তাদের মিডিল অর্ডারের কী হবে? তাদের মিডল অর্ডার তো ভাল পারফর্ম করতে পারেনি। আখতারের বক্তব্যে কিছুটা ভুল থাকায় তড়িঘড়ি সেটি শুধরে দেন শোটির সঞ্চালক। এবার তা নিয়েই প্রতিক্রিয়া জানালেন খোদ অভিষেক বচ্চন।

 

অভিষেকের প্রতিক্রিয়া

অভিষেক শর্মার বদলে অভিষেক বচ্চনের নাম নেওয়ায় প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে। নেট দুনিয়ায় গা ভাসিয়ে কোনও ক্রমে সেটি পৌঁছে যায় অমিতাভ বচ্চন পুত্র অভিষেক বচ্চনের কাছে। আর এরপরই আখতারের মন্তব্য শুনেই নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া হিসেবে তিনি লিখেছেন, স্যার সম্মানের সাথে বলছি, আমি মনে করি না, পাকিস্তান দল এটা করতে পারবে! এমনিতেও আমি ক্রিকেট ভাল খেলি না।

 

অবশ্যই পড়ুন: নিরাপত্তার কারণে ইরান যেতে আপত্তি ৩ বিদেশির, আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মোহনবাগান!

উল্লেখ্য, চলতি এশিয়া কাপে নিজের ব্যাট ঘুরিয়ে অভিষেক শর্মা প্রমাণ করেছেন তিনি কেন টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান। না বললেই নয়, পাকিস্তানের বিরুদ্ধে বিগত দুই ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টের 6 ম্যাচে 309 রান করেছেন অভিষেক। যার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে 37 বলে 75 রানের ইনিংসই সর্বোচ্চ। ভারতীয় সমর্থকদের একটা বড় অংশের মতে, 22 গজে অভিষেককে ভয় পায় পাকিস্তান। ফাইনালের আগে সেই ভয়টা আরও বেড়েছে।

Leave a Comment