শিক্ষাকর্মী থেকে দিনমজুর! SSC দুর্নীতিতে চাকরি যাওয়ায় পাইপলাইনের কাজ করছেন তাপসবাবু

সৌভিক মুখার্জী, কলকাতা: 2016 সালে গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করেছিল মালদার তাপস কুমার বাগচী। তবে তা এখন অতীত। কারণ সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার (SSC Case) জেরে গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। আর সেই সূত্র ধরে গত 3 এপ্রিল তিনি চাকরি হারান।

তারপর থেকে কোনও সময় এসএসসি ভবনের সামনে, আবার কখনো বিকাশ ভবনের সামনে দিনরাত এক করে ধর্না দিয়েছেন। তবুও লাভের লাভ কিছুই হয়নি। এমনকি 17 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে শেষ আশাটুকুও মুছে গিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেল, তাপসবাবুর পরিবারে 78 বছরের বৃদ্ধ বাবা, 62 বছরের মা, স্ত্রী এবং সাড়ে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগারের ভরসা ছিলেন তিনি। তাই আন্দোলনের ময়দান থেকে ফিরেও বসে থাকতে পারেননি। হাতে তুলে নিয়েছিলেন জল সরবরাহের পাইপ লাইনের কাজ।

দৈনিক খেটে যা উপার্জন করতেন, তাতে কোনরকম ভাবে সংসার চলত। তবে তিনি জানতেন যে, এটি সাময়িক। তিনি চান স্কুলে ফিরে গিয়ে ফের পরিষেবা দিতে। কিন্তু কবে মিলবে সেই সুযোগ, তার কোনও উত্তর ছিল না তাপসবাবুর কাছে। 

আদালতের রায় এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা

তাপসবাবুর মতো অনেকেই রাজ্য সরকারের দেওয়া মাসিক 20 হাজার টাকা ভাতা চাননি। তাদের বক্তব্য ছিল, ভাতা নয়, আমরা স্কুলে ফিরে গিয়ে আবারো চাকরিতে যোগদান করতে চাই। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই ভাতাও এখন দেওয়া হচ্ছে না। কারণ কলকাতা হাইকোর্ট সেই ভাতা দেওয়ায় স্থগিতাদেশ দিয়েছে। 

হ্যাঁ, 26 সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না রাজ্য সরকার। এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের তরফে। ফলে একপ্রকার দিশেহারা হয়ে পড়েছে কর্মচারীরা। এমনকি শিক্ষা কর্মীরা একাধিকবার এমএ ফাইল জমা দিলেও তা আদালত খারিজ করেছে বলে অভিযোগ উঠছে।

আরও পড়ুনঃ বাঁচায় তেল আবিবকে! মধ্যপ্রাচ্যের যুদ্ধে আত্মপ্রকাশ ভারতের বারাক-৮ এয়ার ডিফেন্স সিস্টেমের

তাপসবাবুর বক্তব্য, ভাতা থাকলেও সংসারটা কোনোরকম ভাবে চলতো। তখন দিনে কয়েক ঘন্টা হলেও নিজেকে আবার যোগ্য প্রমাণ করার প্রস্তুতি নিতে পারতাম। তবে এখন তাও আর সম্ভব না। যেদিন পাইপ লাইন বসাই, সেদিন তো বই খোলার সময়ই পাইনা।

এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, নতুন করে শিক্ষা কর্মীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে রাজ্য? যদিও সরকার এখনও পর্যন্ত কিছু নির্দিষ্ট জানায়নি। সমস্ত উত্তর সময়ই বলে দেবে।

Leave a Comment