সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন প্রযুক্তির ব্যবহার লাগামছাড়া বাড়ছে। এবার দৈনন্দিন জীবনে প্রযুক্তির আরও এক অবিশ্বাস্য উদাহরণ উঠে আসলো, যা জানলে কার্যত ভিমড়ি খাওয়ার মতো অবস্থা হবে। হ্যাঁ, এবার চালু হয়েছে স্মার্ট প্যান্ট (Smart Pant)। প্রযুক্তির ছোঁয়া লাগানো এ এমন এক প্যান্ট, যা খুললেই সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যাবে ফোনে। আর এই প্যান্টকে ঘিরে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে হৈচৈ।
প্রযুক্তির অবিশ্বাস্য আবিষ্কার | Smart Pant |
সম্প্রতি এক টেকনোলজি প্রেমি ব্যক্তি টুইটারে একটি ভিডিও পোস্ট করে এক অভিনব প্যান্ট তৈরির কথা জানিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্যান্ট খোলার সঙ্গে সঙ্গেই ফোনে নোটিফিকেশন চলে আসছে। তিনি জানান, তার এক বন্ধু মজা করে বলেছিল, এমন একটা প্যান্ট চাই, যা খুললেই ফোনে নোটিফিকেশন আসবে। আর সে কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিশেষ প্যান্ট।
কেমন করে কাজ করবে এই স্মার্ট প্যান্ট?
বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এই স্মার্ট প্যান্টে বসানো হয়েছে একটি ইফেক্ট সেন্সর, একটি শক্তিশালী চুম্বক, কিছু তার এবং একটি ESP-32 মাইক্রোকন্ট্রোলার। জানা যাচ্ছে, প্যান্টের চেইন বন্ধ থাকলে সেন্সর চুম্বকের সংস্পর্শে থাকবে। আর চেইন খোলা মাত্রই সেই সংযোগ ভেঙে যাবে এবং সঙ্গে সঙ্গে মাইক্রোকন্ট্রোলার ফোনে একটি নোটিফিকেশন পাঠিয়ে দেবে। এমনকি কতক্ষণ ধরে প্যান্ট খোলা রয়েছে, তাও জানা যাবে।
আরও পড়ুনঃ পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহায়তা! এবার তুর্কিকে হাতেনাতে জব্ধ করবে ভারত
থাকছে কিছু সীমাবদ্ধতাও
তবে প্রযুক্তির যে সবসময় ইতিবাচক দিক থাকবে, এমনটা নয়। এই স্মার্ট প্যান্ট বাস্তবে ব্যবহারযোগ্য কিনা, তা নিয়ে চলছে ধোঁয়াশা। কারণ, এতে ইলেকট্রনিক যন্ত্রাংশ রয়েছে। তাই এই প্যান্ট ধোয়া মানেই চিন্তার কারণ। এমনকি মাইক্রোকন্ট্রোলার ক্রমাগত ব্লুটুথ বা ওয়াইফাই এর সঙ্গে সংযুক্ত থাকার ফলে ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে।
তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। কেউ কেউ মজা করে বলছে, এটা আধুনিক যুগ! গোয়েন্দাগিরি করেই সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে! আবার কেউ কেউ বলছে, পরকীয়া করলে আর রেহাই নেই! ফোনেই ধরে নেবে সবকিছু! অবশ্য এই প্রযুক্তি ঠিক কতটা কার্যকর হবে, তা সময় বলে দেবে।