মাঠ থেকে উঠে গম্ভীরের সঙ্গে তর্কাতর্কি বুমরাহর! টিম ইন্ডিয়ায় তুঙ্গে বিতর্ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার কার্যত একার হাতেই ইংল্যান্ডকে শায়েস্তা করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টিম ইন্ডিয়ার ঘাড়ে যাতে শনির প্রকোপ না পড়ে সেজন্য নিজের সাধ্যমত চেষ্টা করে গিয়েছিলেন ভারতীয় তারকা। এদিন একার হতেই ইংলিশদের 3 উইকেট ভাঙেন তিনি।

তবে এসবের মাঝেই হঠাৎ ভারতীয় শিবিরে অন্দর কোন্দলের খবর সামনে এলো। সূত্রের খবর, শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মাঝেই সাজঘরে প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে একরাশ বিরক্তি নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল বুমরাহকে। আর এরপরই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলছেন, প্রধান কোচের সাথে মতের মিল হচ্ছে না জসপ্রীতের।

শনিবার ভারতের হয়ে বুমরাহর লড়াই

ইংল্যান্ডের বিরুদ্ধে 471 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষনা করে ভারতীয় দল। পরবর্তীতে প্রতিপক্ষের লক্ষ্য তাড়া করতে নেমে 209 রানে 3 উইকেট হারায় ইংল্যান্ড। এদিন বল হাতে টিম ইন্ডিয়ার প্রায় সকলেই উইকেট তোলার চেষ্টা করেছিলেন। তবে দুঃখের বিষয়, শুধুমাত্র বুমরাহর লড়াইতেই সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া। এদিন শার্দুল ঠাকুর থেকে শুরু করে প্রসিদ্ধ কৃষ্ণা কেউই উইকেট তুলে নিজেদের খাতা ভরাতে পারেননি। যেখানে ইংলিশ বোলারদের গলার টুঁটি কার্যত একার হাতেই চেপে ধরেছিলেন জসপ্রীত।

প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমাত্মক বোলিং দেখিয়ে 3 উইকেটের সাফল্য পেলেও বুমরাহর আদতে 4 উইকেট পাওয়ার কথ ছিল। তবে 31তম ওভারে ইংল্যান্ড ব্যাটার অলি পোপের হালকা শট স্লিপারে দাঁড়িয়ে থাকা যশস্বীর কাছে যেতেই ক্যাচ মিস করে বসেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ক্রিকেটের যদি এই বলটি তালুবন্দি করতে পারতেন তবে সেঞ্চুরির আগেই থেমে যেতো ইংলিশ তারকা, পোপের চাকা। তবে তেমনটা হয়নি!

অবশ্যই পড়ুন: ৮০০ কোটির আর্থিক দুর্নীতিতে নাম জড়াল টাটা গ্রুপের! তদন্তে একাধিক তথ্য ফাঁস CBI-র

গম্ভীরের সাথে তর্কাতর্কি বেঁধে যায় বুমরাহর!

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তখন বল করছিলেন শার্দুল। আর ঠিক সেই সময়ে সাজঘরে ফিরেছিলেন বুমরাহ। তবে এদিন ভারতীয় বোলারের মাঠের দাপটের থেকেও নজর কেড়েছে সাজঘরের একটি দৃশ্য। দেখা যায়, আচমকা প্রধান কোচ গম্ভীরের সাথে উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন তিনি। দূর থেকে যা দেখে বোঝা গিয়েছিল, বেশ খানিকটা তর্কাতর্কিও হয় দুজনের। সূত্র বলছে, কোচকে হয়তো কিছু একটা বোঝাতে চাইছিলেন ভারতীয় পেসার।

খুব সম্ভবত বিশ্বের অন্যতম সেরা পেসারের কথায় সায় দিচ্ছিলেন না গম্ভীর, হয়তো সেই কারণেই একরাশ হতাশাগ্রস্ত মুখ নিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল বুমরাহকে! যে খবর প্রকাশ্যে আসতে, শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। তবে ঠিক কোন কারণে গম্ভীরের সাথে বুমরাহর ওমন উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Comment