বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে ভারতে খুলতে চলেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার (Tesla) প্রথম শোরুম। জানা যাচ্ছে, চিন ও ইউরোপে ইতিমধ্যেই বিক্রি কমেছে টেসলার তৈরি ইভি গাড়িগুলির। তাই এবার ভারতের অটোমোবাইল বাজার দখল করতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে মাস্কের মালিকানাধীন সংস্থাটি।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মুম্বইয়ে বান্দ্রা কুর্লার মতো অভিজাত এলাকায় শোরুমের জন্য ভাড়া বাবদ একটি বিরাট ঘর নিয়ে ফেলেছে মাস্কের ওই সংস্থা। তবে শোরুমের জন্য জায়গা পেলেও উদ্বোধনের দিন নিয়ে তৈরি হয়েছিল সংশয়। যদিও অবশেষে তা মিটছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই মুম্বইয়ে পাকাপাকিভাবে খুলে যাবে, টেসলার প্রথম শোরুম।
কবে নাগাদ ভারতে প্রথম শোরুম উদ্বোধন করবে টেসলা?
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, মুম্বইয়ের প্রথম শোরুম খুব সম্ভবত আসন্ন জুলাইয়েই চালু করে দেবে ইলন মাস্কের ইভি গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা ইনকর্পোরেটেড। যদিও শোরুম উদ্বোধনের দিনক্ষণ প্রসঙ্গে সংস্থার তরফে কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
তবে সূত্রের খবর যদি সত্যি হয়, সেক্ষেত্রে জুলাইতেই টেসলার প্রথম শোরুমে ঢু মারতে পারবেন দেশবাসী। জানা যাচ্ছে, মুম্বইয়ের পর নয়া দিল্লিতে পরবর্তী শোরুম খোলার পরিকল্পনা রয়েছে মাস্কের।
অবশ্যই পড়ুন: ব্যবসার রাস্তা বন্ধ করেছে ভারত! এখন এই পণ্যের জন্য হন্যে হয়ে ক্রেতা খুঁজছে পাকিস্তান
দেশে এসে পৌঁছেছে টেসলার ইভি গাড়ির প্রথম সেট
বেশ কয়েকটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, চিন থেকে বৈদ্যুতিক গাড়ির বডি, নেদারল্যান্ডস থেকে সুপারচার্জার উপাদান, গাড়ির আনুষাঙ্গিক পণ্যদ্রব্য ও খুচরো যন্ত্রাংশ ইতিমধ্যেই আমদানি করেছে মাস্কের সংস্থা। সূত্রের খবর, সদ্য দেশে এসে পৌঁছেছে টেসলার বৈদ্যুতিক গাড়ির প্রথম সেট।
জানা যাচ্ছে, সুদূর ড্রাগনের দেশের কারখানা থেকে ভারতে এসেছে মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ এসইউভিটি। রিপোর্ট বলছে, এটিই টেসলার সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি। বিশেষজ্ঞদের দাবি, প্রাথমিক পর্যায়ে এই মডেলটিই লঞ্চ হতে পারে ভারতে।