দ্বিতীয় টেস্টের আগেই বিপদ ভারতের, ৪ বছর পর ইংল্যান্ড দলে ফিরছেন ঘায়েল বাঘ!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় টেস্টে বিপদ বাড়তে পারে ভারতের! শোনা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে প্রথম আসরে (India Vs England) সেভাবে এখনও জাঁকিয়ে বসতে না পারায় এবার বড় অস্ত্রকে ব্যবহার করতে চলেছে বেন স্টোকসের দল। সূত্রের খবর, ইতিমধ্যেই চোট কাটিয়ে প্রায় সুস্থ ঘায়েল হওয়া ইংলিশ বাঘ। সূত্র বলছে, নিজেই নাকি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দলে ফিরতে চাইছেন তিনি। আর সেই কারণেই এবার শুভমনদের আকাশে ঘনাচ্ছে কালো মেঘ।

কাকে ভারতের বিরুদ্ধে ফেরাতে চাইছে ইংল্যান্ড?

শেষবারের মতো 2021 সালে ভারতের বিরুদ্ধেই টেস্ট খেলেছিলেন তুখোড় ইংলিশ পেসার জোফরা আর্চার। তবে এরপর একের পর এক চোট পেয়ে কার্যত ধরাশায়ী অবস্থা হয়েছিল তাঁর। যদিও সেসব যন্ত্রণা কাটিয়ে ফিরেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তবে ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চোট পান ইংলিশ তারকা। সূত্র বলছে আপাতত তিনি ফিট।

ইতিমধ্যেই ডারহ্যামের বিরুদ্ধে কাউন্টি ম্যাচের জন্য সাসেক্স দলে ঢুকে পড়েছেন তিনি। এ প্রসঙ্গে, ইংল্যান্ডের অন্যতম নির্বাচক লুক রাইট জানিয়েছিলেন, আর্চার আপাতত ফিট। সাসেক্সের বিরুদ্ধে খেলতে পারলে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জায়গা হতে পারে তাঁর। আর্চারকে নিয়ে একই সুর শোনা গিয়েছে অধিনায়ক বেনের গলাতেও।

সম্প্রতি বেন স্টোকস আর্চার সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, চোট কাটিয়ে আপাতত ফিট জোফরা। টেস্ট ক্রিকেটে ফেরার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে ও। সে কথা নাকি খোদ আর্চার নিজেই ইংল্যান্ড অধিনায়ককে জানিয়েছিলেন। আর এরপরই ইংলিশদের অধিনায়ক বলে দেন, কাউন্টি ক্রিকেটে ডরহ্যামের হয়ে খেলার কথা রয়েছে ওর। তাই ওই দলের হয়ে খেলতে পারলে পারফরমেন্স খতিয়ে দেখে ভারতের বিরুদ্ধে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হতে পারে আর্চারকে। যেই খবর প্রকাশ্যে আসতেই, কিছুটা হলেও চিন্তায় রয়েছেন ভারতীয় সমর্থকরা।

অবশ্যই পড়ুন: মাঠ থেকে উঠে গম্ভীরের সঙ্গে তর্কাতর্কি বুমরাহর! টিম ইন্ডিয়ায় তুঙ্গে বিতর্ক

প্রসঙ্গত, প্রথম টেস্টে ইংল্যান্ডকে জাতের খেলা দেখিয়েছে ভারত। কাজেই প্রথম আসরেই যদি লড়াইটা এত কঠিন হয় সেক্ষেত্রে আগামী দিনগুলিতে টিম ইন্ডিয়া যে আরও জোরালো আক্রমণ শানাবে সে কথা বুঝে গিয়েছে ইংলিশ বাহিনী। মূলত সে কারণেই, আর্চারকে দলে নিয়ে আসার পরিকল্পনা করছেন স্টোকস! সে প্রসঙ্গেই ইংলিশ অধিনায়ক জানান, ওকে দলে নিয়ে এলে লাভই হবে।

যথেষ্ট ভাল ফর্মে রয়েছে আর্চার। তাছাড়াও টেস্টে খেলতে পারলে জোফরার জন্যই তা ভাল হবে বলেই মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক। সব মিলিয়ে বলাই যায়, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আর্চারকে নিয়ে আক্রমণে নামতে পারে ইংলিশ বাহিনী। যদিও সেই চাপ কাটিয়ে ওঠার ক্ষমতা রয়েছে টিম ইন্ডিয়ার।

Leave a Comment