ডুরান্ড কাপে খেলতে পারবে না ৬টি ISL দল, অভিশাপ লেগেছে ভারতীয় ফুটবলে!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে একাধিক সমস্যায় জরাজীর্ণ ভারতীয় ফুটবল (Indian Football)। তার ওপর আবার দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। মূলত, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন ও ইন্ডিয়ান সুপার লিগের পরিচালক সংস্থা বা বিনিয়োগকারী সংস্থা FSDL-র মধ্যকার চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই।

ফলত, দুপক্ষের মতবিরোধ নিয়ে সুপ্রিম কোর্টের নতুন রায় না আসা পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের 2025-26 সিজন আদৌ গড়াবে কিনা তা এখন প্রশ্নের মুখে। পরিস্থিতি যখন এমন ঠিক সেই আবহে আরও এক ধাক্কা খেলো ভারতীয় ফুটবল। জানা যাচ্ছে, পরবর্তী 10 বছরের অবনমন নেই ইন্ডিয়ান সুপার লিগে। আর এই ধাক্কার মাঝেই এখন শোনা গেল আসন্ন ডুরান্ড কাপে অংশ নিতে পারবে না 6টি গুরুত্বপূর্ণ ISL ক্লাব।

ক্লাবগুলিকে স্পষ্ট বার্তা দিয়েছে FSDL

ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ফেডারেশনের সাথে চুক্তিগত মতবিরোধের মাঝে বেশ কয়েকটি ISL ফুটবল দলকে নিয়ে বৈঠক সেরেছে FSDL। আর সেখানেই ক্লাবগুলিকে স্পষ্ট জানানো হয়েছে, ফেডারেশনের সাথে মাস্টার রাইটস এগ্রিমেন্টের ব্যাপারে পুরোদস্তুর সিদ্ধান্ত না হলে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

এবার সেই খবরের মাঝেই শোনা যাচ্ছে নতুন দুঃসংবাদ।। সদ্য প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী 10 বছর ইন্ডিয়ান সুপার লিগে কোনও অবনমন থাকবে না। একইভাবে শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ছয়টি ক্লাব আসন্ন ডুরান্ড কাপে অংশ নিতে পারবে না। পাশাপাশি আই লিগের ক্ষেত্রে কোনও দল চ্যাম্পিয়ন হলে তাদের প্রমোশন হবে না বলেই খবর। ইতিমধ্যেই এইসব সিদ্ধান্ত নাকি ক্লাব গুলিকে জানিয়ে দিয়েছে FSDL।

অবশ্যই পড়ুন: বাংলাদেশে বড় বিপদ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল ঢাকা মেডিক্যাল কলেজ

আর্থিক চুক্তিতেই আটকে গিয়েছে সব!

আপাতত যা খবর, চলতি বছরের ডিসেম্বরেই ফেডারেশনের সাথে চুক্তি শেষ হচ্ছে FSDL-র। ফলত, নতুন চুক্তির জন্য ফেডারেশনকে আর আগের মতো মোটা অঙ্কের অর্থ (50 কোটি টাকা) দিতে পারবে না FSDL, এ কথা জানতে পেরেই স্বাভাবিকভাবে নড়ে চড়ে বসেছে ফেডারেশন। ইন্ডিয়ান সুপার লিগের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে রাজি হয়নি IFA। ফলত, দুপক্ষের সমস্যার মাঝে চুক্তি নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত না হলে ইন্ডিয়ান সুপার লিগ যে গড়াবে না একথা আগেই জানিয়ে দিয়েছে FSDL। যদিও, বর্তমানে দু’পক্ষই সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকার দিকে তাকিয়ে।

Leave a Comment