এক হাতেই কাঁপাচ্ছেন বিশ্ব! ইরানের সুপ্রিম লিডার খামেইনির এই অধ্যায় জানেন?

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে ঘনিয়ে আসছে যুদ্ধের ঘনঘটা! একদিকে ইরান-ইজরায়েল, আর অন্যদিকে উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রে এক রহস্যময় ও শক্তিধর নেতা – আয়াতুল্লাহ আলি খামেইনি (Ayatollah Ali Khamenei)। প্রশ্ন উঠছে, কে এই খামেইনি, যাকে এত ভয় পাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল!

জানা গেল, তার ডানহাত স্থায়ীভাবে বিকল। তবুও তিনি মধ্যপ্রাচ্যের সবথেকে ক্ষমতাধর রাজনৈতিক এবং ধর্মীয় নেতা। হ্যাঁ, তিনিই রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে বিশ্ববাসীর। দীর্ঘ চার দশকের শাসনকালে তিনি যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের মুখ্য শত্রু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

শুরুটা কীভাবে?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, আয়াতুল্লাহ আলি খামেইনির জন্ম হয় 1939 সালে, ইরানের মাশহাদে। ছোটবেলা থেকেই ধর্মের প্রতি গভীর টান ছিল তার। খামেইনির গুরু ছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি কিনা 1979 সালের ইরান বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল। রুহুল্লাহর মৃত্যুর পর 1989 সালে মাত্র 50 বছর বয়সেই আলি খামেইনি হয়ে ওঠে ইরানের সবথেকে বড় নেতা। 

এমনকি সেই থেকে বর্তমান পর্যন্ত তার দাপট দেখে আসছে বিশ্ববাসী। জানা গেল, 1981 সালের এক বোমা হামলায় তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে গিয়েছিল। তবে শারীরিক সীমাবদ্ধতা তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং সেই যন্ত্রণায় তাকে আরো সামনের দিকে এগিয়ে দেয়। 

বলে রাখি, আলি খামেইনি শুধু একজন ধর্মীয় নেতা নয়, বরং ইরানের বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী, কুদস ফোর্স সহ দেশের সমস্ত শীর্ষস্থরের ক্ষমতা তার হাতেই রয়েছে। এক কথায় ইরানের প্রেসিডেন্ট বদলালেও খামেইনির নির্দেশই সবসময় চূড়ান্ত হিসেবে মানা হয়।

আরও পড়ুনঃ শিক্ষাকর্মী থেকে দিনমজুর! SSC দুর্নীতিতে চাকরি যাওয়ায় পাইপলাইনের কাজ করছেন তাপসবাবু

সীমান্ত ছাড়িয়ে গিয়েছে তার প্রভাব

কেবল ইরানে নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে শক্তিধর রাজনৈতিক চরিত্রে পরিণত করেছেন এই আয়াতুল্লাহ আলি খামেইনি। তার নেতৃত্বে ইরান গড়ে বিভিন্ন মিত্র গোষ্ঠীও তুলেছে। যেমন লেবাননের হিজবুল্লা, ইয়েমেনের হুতি বিদ্রোহী, প্যালেস্টাইনের হামাস ইত্যাদি। 

জানিয়ে রাখি, 2023 সালের 7 অক্টোবর ইরানের হামাস ইজরায়েলের উপর হামলা চালিয়েছিল। তার প্রতিক্রিয়ায় ইজরায়েল গাজা, লেবানন, এমনকি সামরিক কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালায়। এরপর থেকেই শুরু হয় ইরান-ইজরায়েল যুদ্ধ। এমনকি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে খামেইনিকে সহজ লক্ষ্যবস্তু বলেও কটাক্ষ করেন।

Leave a Comment