বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিরল লাল হলুদের ভাগ্য! চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগানকে পেছনে ফেলে এবার 73তম রাজ্য অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেরার সেরা হল ইস্টবেঙ্গল (East Bengal)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের
লড়াইয়ে এবার সেরার মুকুট উঠেছে মশালবাহিনীর মাথায়।
অন্যদিকে লাল হলুদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে প্রতিবেশী মোহনবাগান। কাজেই বলা যায়, বহুদিন পর সবুজ মেরুন শক্তিকে হটিয়ে বড় কিছু করে দেখালো লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব।
পিছিয়ে মোহনবাগান
ভারতীয় ফুটবলে ক্রমশ দুর্বলতা বাড়ছে লাল হলুদের। প্রতিবেশী মোহনবাগান যেখানে একের পর এক সাফল্য নিয়ে নিজেদের বিশ্বের দরবারে তুলে ধরছে! সেই পর্বে দাঁড়িয়ে কার্যত ফিকে হয়ে আসছে লাল হলুদের রঙ। এমতাবস্থায়, মশালবাহিনীর ভাগ্য ফিরল নতুন অঙ্কে।
বলে রাখি, যুবভারতী ক্রীড়াঙ্গন ও সাই কমপ্লেক্সে আয়োজিত রাজ্য অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জুনিয়র ও সিনিয়র বিভাগ মিলিয়ে ইস্টবেঙ্গলের ঝুলিতে এসেছে 689 পয়েন্ট। আর সেই পথ ধরেই এবার সেরার শিরোপা অর্জন করেছে ইলিশ প্রেমীদের দল।
তবে লাল হলুদের বিরাট সাফল্যের মাঝে মাত্র 410 পয়েন্ট নিয়ে এবার দ্বিতীয় স্থান পেয়েছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। জানা যাচ্ছে জুনিয়র বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন দলের ভাগ্যে জুটেছে 159 পয়েন্ট। আর সেই দৌড়েও পিছিয়ে সবুজ মেরুন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেয়েদের প্রতিযোগিতায় মাত্র 110 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাগানকে।
সিনিয়র বিভাগেও বাগানকে টক্কর দিল ইস্টবেঙ্গল
বলে রাখি, 73তম রাজ্য অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সিনিয়রদের নিয়ে ইস্টবেঙ্গলের ঝুলিতে এসেছে 530 পয়েন্ট, যেখানে মোহনবাগান পেয়েছে মাত্র 300 পয়েন্ট। কাজেই বলা যায়, গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে জোড়া সাফল্যের পর ভারত সেরা তকমা পেলেও রাজ্য ফুটবলে এখন লাল হলুদের থেকে বেশ খানিকটা পিছিয়ে মোহনবাগান।
অবশ্যই পড়ুন: ঘোর বিপদ ইউনূসের! এবার নৌসেনাকে বিরাট দায়িত্ব দিলেন জামান
উল্লেখ্য, ইস্টবেঙ্গল যে শুধুমাত্র মোহনবাগানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে তেমনটা নয়, সেই সাথেই রাজ্য অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের জন্য সবচেয়ে বেশি পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়া দল হিসেবেও স্বীকৃতি লাভ করেছে।