সহেলি মিত্র, কলকাতা: বাংলার সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA)-কে ঘিরে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। এরই মাঝে একটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, এই সপ্তাহের মধ্যেই ২৫% ডিএ নিয়ে ঘোষণা করতে পারে নবান্ন। আর এই খবর কিছুটা হলেও সরকারি কর্মীদের মধ্যে আশার আলো সঞ্চার করেছে সেটা স্বীকার করেছেন খোদ সরকারি নেতা মলয় মুখোপাধ্যায়। সেইসঙ্গে তিনি এও বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ডিএ সরকার কতটা দিতে পারে সেটা না আঁচালে বিশ্বাস নেই।
চলতি সপ্তাহেই DA নিয়ে ঘোষণা করবে সরকার?
জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া ২৫% মহার্ঘ ভাতা মেটাতে আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন। এই নিয়ে প্রশাসনিক মহলে তোড়জোড়ও নাকি শুরু হয়ে গিয়েছে। এদিকে ভাইরাল হওয়া খবর নিয়ে কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় লেখেন, ‘ডিএ নিয়ে একটি খবরের প্রেক্ষিতে ডিএ প্রাপক কর্মচারীদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মনে করি যে সর্বোচ্চ আদালতের ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দিষ্ট সময়সীমা শেষ হচ্ছে ২৭ জুন, ২০২৫। সেক্ষেত্রে রাজ্য সরকারকে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে ২৩ জুন থেকে ২৭ জুনের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা করতে হবে।’
অপর একটি পোস্টে সরকারি নেতা লেখেন, ‘ডিএ সরকারকে দিতেই হবে, তবে এই ৪|৫ দিনের মধ্যে তা দেওয়া কতটা সম্ভব তা না আঁচালে বিশ্বাস নেই৷ বলার অপেক্ষা রাখে না যে, ২৭.০৬.২৫ উত্তীর্ণ হলেই আদালত অবমাননার নোটিশ প্রদান করবো৷’
আরও পড়ুনঃ মোহনবাগানকে হারিয়ে ভাগ্যের গতিপথ বদলে ফেলল ইস্টবেঙ্গল, সেরার মুকুট লাল হলুদেই
২৫% DA মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ-এর ২৫% জুন মাসের মধ্যেই দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ করে, যেখানে বলা হয়েছিল যে ডিএ কোনও অধিকার নয়। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এরপর গত ১৬ মে পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বকেয়া ২৫% মেটানোর। রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানান, “সুপ্রিম কোর্টের আদেশ আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছে যে ডিএ আইনত প্রয়োগযোগ্য অধিকার। আমরা প্রায় ৯১৮ দিন ধরে প্রতিবাদ করে আসছি।”