বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হয়ে গিয়েছে 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র (WTC 2025-27)। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পাশাপাশি পদ্মা পাড়ের দল বাংলাদেশও বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে। আসলে লঙ্কানদের বিরুদ্ধে টেস্ট দিয়ে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পা রেখেছে ওপার বাংলার টাইগাররা। বলে রাখি, শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের প্রথমটিতে লঙ্কানদের প্রায় বধ করে ফেলেছিলেন শান্তরা।
যদিও শেষ পর্যন্ত পঞ্চম দিনের ম্যাচ শুরু হতেই বৃষ্টির আগমনে ভেস্তে যায় সব! আর সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত ড্র হয়ে যায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট। আর তাতে পয়েন্ট ভাগাভাগি হতেই 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে জায়গা পেয়ে গেল বাংলাদেশ।
WTC পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ
বলে রাখি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের প্রথমটি ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। আসলে, পঞ্চম দিনের ম্যাচে বৃষ্টি বাগড়া হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারণ করা যায়নি। আর সেই কারণেই, বর্তমানে প্রথম টেস্ট থেকে 4 PTC পকেটে পুরেছে বাংলাদেশ, অন্যদিকে শ্রীলঙ্কার ঝুলিতে ও এসেছে 4 PTC।
তবে দুই দলের মধ্যে সমান পয়েন্ট ভাগাভাগি হলেও পারফরমেন্স ও রান রেটের নিরিখে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আর সেই কারণেই, এবার WTC পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে জায়গা করে নিল ওপার বাংলার টাইগাররা।
শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ
গল টেস্টের প্রথম আসরে ব্যাট করতে নেমে 495 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষনা করে বাংলাদেশ। পরবর্তীতে প্রতিপক্ষের সেই লক্ষ্য তাড়া করতে নেমে 485 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এদিন বাংলাদেশের হয়ে দাপুটে পারফরমেন্স দেখিয়েছিলেন ওপার বাংলার বোলাররা। বলে রাখি, এদিনের ইনিংসে একাই 5 উইকেট তুলে শ্রীলঙ্কার বুকে প্রথম ছুরিটা বসিয়েছিলেন ওপারের স্পিনার নাঈম হাসান।
অবশ্যই পড়ুন: গিয়েছে প্রস্তাব! ইস্টবেঙ্গলে সই করতে পারেন নাইজেরিয়ার দাপুটে ফুটবলার
ফলত, লিড নিয়েই নতুন করে পরবর্তী ইনিংস শুরু করে বাংলাদেশ, আর সেই সূত্র ধরেই লঙ্কানদের উদ্দেশ্যে 296 রানের লক্ষ্য ছুঁড়ে দেন শান্তরা। তবে সেই লক্ষ্য স্থির করতে নেমে 4 উইকেট হারিয়ে 72 রান তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে শ্রীলঙ্কাকে। কারণ, পঞ্চম দিনের ম্যাচ গড়াতেই কাল হয়ে দাঁড়ায় বৃষ্টি। ফলত, একনাগাড়ে তিন ঘণ্টা সময় নষ্ট হওয়ায় শেষ পর্যন্ত ড্র হয়ে যায় প্রথম টেস্ট।