প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। গত বুধবার, ৫৪ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হল সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কনভয়ের ধাক্কায়। সম্প্রতি র্যালির এই ঘটনার (Jaganmohan Reddy Rally) একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার পরেই জগনমোহনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। দায়ের করা হয়েছে FIR।
ঘটনাটি কী?
জানা গিয়েছে, গুন্টুরের ভেঙ্গালয়াপলেম গ্রামের বাসিন্দা ছিলেন চিলি সিঙ্গাইয়া। তারই পাশে অবস্থিত রেন্টাপল্লি গ্রামে একটি মূর্তি উদ্বোধনের জন্য এসেছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। আর তাঁকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
আর সেই ভিড়ের মাঝে ছিলেন ৫৪ বছরের চিলি সিঙ্গাইয়া। সকলে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে ফুল ছুড়ছিলেন, সেই সময় গাড়ির ধাক্কায় মাটিতে পড়ে গিয়েছিলেন ছিল সিঙ্গাইয়া। আর দুর্ভাগ্যবশত তার গায়ের উপর দিয়েই সেই ভিড়ের মাঝেই চলতে থাকে গাড়িটি।
ভাইরাল ভিডিও
ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, চিলি সিঙ্গাইয়া যখন মাটিতে পড়ে গিয়েছিল তখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির গাড়িটি থামেনি। উল্টে তাঁর ঘাড়ের উপরে উঠে যায় চাকা। থেতলে যায় মাথা। তা দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে চিৎকার করে ওঠে। এরপরই চিৎকারে কিছুদূর গিয়ে থেমেছিল গাড়িটি।
బిడ్డ జగన్ రెడ్డి కారు ఎక్కించడం వల్ల చనిపోయిన సింగయ్య కు అశ్రునివాళి 🙏🏼
బిడ్డ చూసినా పట్టించుకోకపోవడం బాధాకరం, క్షమించాలి 🙏🏼#ఆత్మ pic.twitter.com/VlVIyCDhIE
— YS Vivekananda Reddy (@ysvivekareddy) June 22, 2025
এদিকে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিঙ্গাইয়াকে গুন্টুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন যে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
FIR দায়ের করা হয়েছে
এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে নেটিজেনরা। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ওঠে একাধিক প্রসঙ্গ। এমনকি সিঙ্গাইয়ার পরিবার ন্যায়বিচারের পাশাপাশি এই ঘটনার (Jaganmohan Reddy Rally) পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ এই বিষয়ে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সহ ছ’জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এবং গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: পাকিস্তান নয়, T20 বিশ্বকাপ খেলতে দেশে আসছে ভারতের আরেক শত্রু
কী বলছেন গুন্টুর জেলার পুলিশ সুপার?
অন্যদিকে গুন্টুর জেলার পুলিশ সুপার, গুন্টুর আইজি-সহ পুলিশ কর্তারা ভাইরাল ভিডিয়োটি যে সত্য তা স্বীকার করেছে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে এক পুলিশ কর্তা বলেছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, কনভয়ে প্রায় ৩০ থেকে ৩৫টি গাড়ি ছিল। কিন্তু আমরা মাত্র তিনটি গাড়িকে অনুমতি দিয়েছিলাম। এই বিষয়ে আরও তদন্তের পরেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।