প্রায় শেষ হয়েছিল কেরিয়ার, হতে পারত মৃত্যুও! ঋষভ পন্থের বেঁচে থাকার কারণ ইনি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2023 সালের গাড়ি দুর্ঘটনার স্মৃতি আজও বেশ দগদগে। সে বছর সড়ক দুর্ঘটনায় প্রায় শেষ হয়ে গিয়েছিল ভারতীয় তারকা ঋষভ পন্থের (Rishabh Pant) কেরিয়ার। একেবারে মৃত্যুর মুখ থেকে ঢু মেরে এসেছিলেন তিনি।

সড়ক দুর্ঘটনার পর দীর্ঘদিন মুম্বইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা চলে তাঁর। সেই থেকে আজ ভারতীয় ক্রিকেটে ভেলকি দেখাচ্ছেন পন্থ। তবে যার জন্য ঋষভের জীবন ফিরে পাওয়া সেই ব্যক্তিকে হয়তো খুব কম সংখ্যক ভক্তরাই চেনেন। হ্যাঁ, আজ কথা বলব ভারতীয় ক্রিকেটার পন্থের রক্ষাকর্তা সম্পর্কে!

ঋষভকে নতুন জীবন দিয়েছেন ইনি

2023 সালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর তড়িঘড়ি ভারতীয় তারকাকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন ঋষভ। বলে রাখি, টিম ইন্ডিয়ার উইকেট কিপার-ব্যাটার পন্থের চিকিৎসা চলেছিল সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং আর্থোস্কোপি ও শোল্ডার সার্ভিসের ডাক্তার ডক্টর দিনশ শ পারদিওয়ালার তত্ত্বাবধানে। অনেকেই হয়তো জানেন না, এই নামজাদা ডাক্তারের হাত ধরেই জীবন ফিরে পেয়েছিলেন ভারতীয় তারকা।

কে এই দিনশ পারদিওয়ালা?

ভারতীয় তারকা ঋষভ পন্থের ডাক্তার পারদিওয়ালার পরিচয় জানতে চান অনেকেই। সেই সূত্রে বলি, দীর্ঘ 22 বছর ধরে ডাক্তারি ফিল্ডে রয়েছেন পারদিওয়ালা। তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মেডিকেল কমিটির সদস্য। মূলত আর্থোস্কপিক সার্জারিতে অসাধারণ অবদানের জন্যই লোকোমহলে পরিচিতি তাঁর। বলা বাহুল্য, বিশেষ কৃতিত্বের জন্য স্বীকৃতি হিসেবে 2009 তাঁকে ISAKOS John Joyce অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

অবশ্যই পড়ুন: ঘোর বিপদ ইউনূসের! এবার নৌসেনাকে বিরাট দায়িত্ব দিলেন জামান

জানা যায়, দিনশ বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে কর্মরত। প্রতি রোগীর কাছ থেকে ফিজ বাবদ 2,500 টাকা নেন তিনি। বলে রাখি, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিরও আর্থোস্কপি সার্জারি করিয়েছিলেন এই পারদিওয়ালাই।

তবে ধোনি ছাড়াও জনপ্রিয় কুস্তিগীর সুশীল কুমার, বক্সার বিকাশ কৃষ্ণন, ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু, রাগবি অধিনায়ক ঋষি পেন্ডেস, ব্যাডমিন্টন তারকা পারুপল্লী ক্যাশপ সহ একাধিক মহারথীকে চোটের কবল থেকে বাঁচিয়ে এনেছেন তিনি। হ্যাঁ, তাঁর হাত ধরেই মৃত্যুর পথ ছেড়ে ভারতীয় দলে ফিরেছেন পন্থও।

Leave a Comment