৩২টি জালিয়াতির মামলা, ৭ কোটির প্রতারণা! জাভেদ হাবিবের বিরুদ্ধে কড়া অ্যাকশনের প্রস্তুতি

Jawed Habib

সৌভিক মুখার্জী, কলকাতা: রয়েছে 32টি জালিয়াতি মামলায় নাম। তা সত্ত্বেও বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব (Jawed Habib) উত্তরপ্রদেশের সম্বল পুলিশের কাছে হাজিরা দেননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মূলত তাঁর স্বাস্থ্য ও পারিবারিক সমস্যার কারণের কথাই উল্লেখ করেছেন তাঁর আইনজীবী। পাশাপাশি ইতিমধ্যেই তাঁর পরিবারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। তবে কী নিয়ে এই মামলা?

7 কোটি টাকার জালিয়াতির অভিযোগ

প্রসঙ্গত জানিয়ে রাখি, জাভেদ হাবিব এবং তাঁর ছেলের বিরুদ্ধে 5 থেকে 7 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। জানা যায়, তারা এফএলসি কোম্পানিতে বিনিয়োগের উপর 50 থেকে 70 শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে 50 মিলিয়ন থেকে 70 মিলিয়ন ডলার প্রতারণা করেছিল যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 5 থেকে 7 কোটি টাকা। আর এ নিয়ে পুলিশ এখনও 32টি মামলা দায়ের করেছে। এমনকি ধারণা করা হচ্ছে যে, এর জন্য 100 জনেরও বেশি সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এ কারণেই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে প্রশাসন।

হাজিরা দেননি জাভেদ হাবিব

এদিকে রবিবার জাভেদ হাবিব এবং তাঁর ছেলে আনূস হাবিবের সম্বল থানার পুলিশের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তাঁরা সেখানে হাজিরা দেননি। জাভেদের আইনজীবী জানান যে, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং পারিবারিক সমস্যায় ভুগছেন। এমনকি তাঁর কারণ হিসেবে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টও জমা দেন। সূত্রের খবর, পুলিশ এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিতে এগোচ্ছে। পাশাপাশি হাবিব কেন হাজিরা হননি জানতে চাইলে আইনজীবী এও ব্যাখ্যা করেন যে, সম্প্রতি তাঁর বাবা মারা গিয়েছেন এবং তাঁর শরীরের অবস্থা খুবই খারাপ।

আরও পড়ুনঃ ৭৭ হাজার টাকা হতে পারে সোনার দাম, কমবে রুপোর দরও! সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞরা

এদিকে রায়সত্তি থানার ইনচার্জ গোবিন্দ শর্মা থানায় আইনজীবী পবন কুমারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন বলে খবর। সেখানে আইনজীবী জানিয়েছেন, তিনি পুলিশের তদন্তে সহযোগিতা করছেন আর হাবিব খুব শীঘ্রই পুলিশের সামনে হাজিরা দেবেন। তবে এখনও পর্যন্ত হাজিরা না দেওয়ায় পুলিশ তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে বলেই অনুমান করছে বেশ কিছু বিশেষজ্ঞ। পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই তাঁর পরিবারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে, যাতে তারা দেশ ছেড়ে না পালাতে পারে।

Leave a Comment