ডেটা সেন্টার থেকে বিরাট AI হাব! ভারতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করবে Google

Google AI Hub In India tech giant to invest 15 million in 5 years

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে এবার বিপুল বিনিয়োগ Google এর। জানা যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে অন্ধ্রপ্রদেশে ডেটা সেন্টার তৈরি করবে এই টেক জায়ান্ট। শুধু তাই নয়, খুব শীঘ্রই বৃহত্তম AI হাব তৈরিরও পরিকল্পনা রয়েছে Google এর (Google AI Hub In India)। সেজন্যই এবার এদেশে কমবেশি দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চাইছে আমেরিকান সংস্থাটি। যা ডিজিটাল ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই সেই তথ্য নিশ্চিত করেছে অন্ধ্রপ্রদেশের স্টেট ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড।

কোথায় তৈরি হবে Google এর ডেটা সেন্টার?

একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী 5 বছরের মধ্যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে উন্নত প্রযুক্তির হাইপার স্কেল ডেটা সেন্টার তৈরি করবে টেক জায়ান্ট Google। শোনা যাচ্ছে, এখানেই এক গিগাওয়াটেরও বেশি ডাটা সঞ্চিত থাকবে। সেই মর্মেই একেবারে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করার লক্ষ্যে বিরাট কর্মযজ্ঞে নেমেছে Google।

বলা বাহুল্য, সাম্প্রতিক সময়ে অন্যান্য প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির সাথে পাল্লা দিয়ে চলতে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বিশেষ নজর দিয়েছে Google। মূলত সে কারণেই, আমেরিকার বাইরে নিজেদের অন্যতম বড় ব্যবসার ক্ষেত্র ভারতে বড় মাপের AI হাব তৈরি করতে চায় এই মার্কিন সংস্থাটি।

 

অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে প্রথম ODI ম্যাচের আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়ায়!

ভারতে বিনিয়োগ নিয়ে বড় বক্তব্য Google Cloud সিইওর

আমেরিকার পর ভারতে বিরাট অঙ্কের বিনিয়োগ নিয়ে দিল্লিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর Google Cloud এর সিইও থমাস কুরিয়ান জানিয়েছেন, ‘আমেরিকার বাইরে অন্যান্য সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ ভারতেই করতে চলেছি আমরা।’ আগামী দিনে এই বিনিয়োগ থেকে সংস্থার পাশাপাশি সকলেরই যে লাভ হবে তা নিয়ে আশাবাদী তিনি।

না বললেই নয়, এদিন রাজধানীতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড সহ রাজ্যটির তথ্যপ্রযুক্তিমন্ত্রী নারা লোকেশও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেকেই ভারতে এত বিপুল বিনিয়োগের জন্য Google কে ধন্যবাদ জানিয়েছেন। যদিও ভারতে Google এর বিপুল বিনিয়োগের সিদ্ধান্তে চটে যেতে পারেন অনেকেই, বলছেন বিশ্লেষক মহলের একাংশ।

Leave a Comment