আসবে একাধিক বদল! রাশিয়ান প্রযুক্তিতে তৈরি হবে বন্দেভারত স্লিপার ট্রেন

Vande Bharat Slipper Train with Russian Technology

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুদ্ধবিমানের পর এবার এক্সপ্রেস ট্রেন তৈরিতেও ব্যবহার হবে রাশিয়ার প্রযুক্তি। জানা যাচ্ছে, যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা উপহার দিতে ভারতের রয়্যাল সেমি হাই স্পিড ট্রেন বা বন্দে ভারত এক্সপ্রেসে ব্যবহার হবে রাশিয়ান প্রযুক্তি। এর জন্য প্রয়োজন ভারতীয় রেল মন্ত্রকের চূড়ান্ত অনুমোদন। আর তা পাওয়া গেলেই, রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে তৈরি হবে বন্দেভারত স্লিপার (Vande Bharat Slipper Train)।

শীঘ্রই অনুমোদন দিতে পারে মন্ত্রণালয়

রিপোর্ট অনুযায়ী, ভারতের বন্দেভারত স্লিপার তৈরির ক্ষেত্রে রাশিয়ার প্রযুক্তি ব্যবহারের জন্য ইতিমধ্যেই রেল মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব জমা পড়েছে। এখন অপেক্ষা মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের। এ প্রসঙ্গে রেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গোটা বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সবকিছু খতিয়ে দেখার পরই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আশা করা যাচ্ছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই মিলবে ছাড়পত্র।

নতুন প্রযুক্তির বন্দে ভারতে আসবে বিশেষ বদল

ভারতীয় রেলের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার প্রযুক্তিতে তৈরি হওয়া বন্দে ভারতগুলিতে বেশ কিছু বদল আসতে চলেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, এতদিন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দেভারতের প্রতিটি বগিতে মূলত তিনটি করে টয়লেট রয়েছে। তবে রাশিয়ান প্রযুক্তিতে তৈরি বন্দেভারতগুলিতে প্রতি বগি পিছু 4টি করে টয়লেট থাকবে বলেই খবর। শুধু তাই নয়, জানা গিয়েছে, 16 কোচ বিশিষ্ট বন্দেভারত স্লিপার ট্রেনে কোনও প্যান্ট্রি কার থাকবে না।

তৈরি হবে 120টি বন্দেভারত স্লিপার

রাশিয়ার সংস্থা TMH গ্রুপ এবং ভারতের রেল বিকাশ নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে 120টি বন্দেভারত স্লিপার সেট ট্রেন তৈরি করা হচ্ছে।এই ট্রেনটির ডিজাইনের দায়িত্ব রয়েছে কিনেট রেলওয়ে সলিউশনস লিমিটেড। রিপোর্ট অনুযায়ী, 2026 সালের জুন মাসে ট্রেনগুলির প্রথম প্রটোটাইপ উন্মোচন করা হবে বলেই আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে ভারতের রেল বিকাশ নিগম লিমিটেডের কর্ণধার এমপি সিং আগেই জানিয়েছেন, ‘ডিজাইন থেকে শুরু করে বেশিরভাগ কাজই প্রায় শেষের পর্যায়ে। 2026 সালের জুনের মধ্যে প্রথম প্রোটোটাইপ দেখতে পাবো বলেই আশা করছি।’

অবশ্যই পড়ুন: স্নাতক পাসেই সরকারি চাকরি! DRDO-তে ১৯৫ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

জানা যায়, রাশিয়ার সংস্থা এবং ভারতীয় রেলওয়ের বিশেষ চুক্তি অনুযায়ী, বন্দেভারত স্লিপার ট্রেন সেটের খরচের 90 শতাংশ অর্থ প্রোটোটাইপ উৎপাদনের উপর দেওয়া হবে। বাকি 10 শতাংশ অর্থ সফল ট্রায়েরের পর রাজস্ব হিসেবেও ছাড় দেওয়া হতে পারে। এদিকে জানা গিয়েছে, আইসিএফ চেন্নাইয়ে বিইএমএল দ্বারা নির্মিত 10 কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনটি আগামী মাসের শেষের দিকে ট্র্যাকে উঠতে পারে। শোনা যাচ্ছে প্রথম রেকটি নাকি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

Leave a Comment