মেট্রোর সাথে এক ট্র্যাকেই ছুটবে র‍্যাপিড রেল, সফল হল ট্রায়াল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময় লেগেছে এক ঘন্টারও কম! বলা চলে, একেবারে নিমেষেই, 82 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করল নমো ভারত (Namo Bharat Train)। হ্যাঁ, ভারতের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম প্রকল্পের অধীনে, সরাই কালেখান থেকে সরাসরি মোদিপুরম পর্যন্ত প্রথম নমো ভারত ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দীর্ঘ ট্রায়াল রানের মাধ্যমে পরীক্ষা করা গিয়েছে গোটা সিস্টেমটি।

160 Km গতিতে ছুটে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছেছে ট্রেন

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, RRTS করিডোরের ট্রায়াল রান চলাকালীন নমো ভারত ট্রেনগুলি গোটা করিডোরে সর্বোচ্চ 160 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুঁটে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছেছিল। জানা যাচ্ছে, মোট 82 কিলোমিটারের যাত্রাপথে ট্রেনগুলি নির্ধারিত সময়ে প্রতিটি স্টেশনে পৌঁছেছে, একই সাথে স্টেশন থেকে ছেড়েও গিয়েছে নির্ধারিত সময়ে অনুযায়ী।

সফলভাবে কাজ করেছে বাকি সিস্টেম

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নমো ভারত ট্রেনের পাশাপাশি ট্রায়াল রানের সময় মিরাট মেট্রোর ট্রেনগুলিও ওই একই রুট দিয়ে চলাচল করেছিল। বলা বাহুল্য, নমো ভারতের ট্রায়াল রানের পাশাপাশি সমস্ত প্রযুক্তিগত ব্যবস্থা নিখুঁতভাবে কাজ করেছে। জানা যাচ্ছে, NCRTC দ্বারা স্থাপিত বিভিন্ন ইটিসিএস লেভেল-3 হাইব্রিড সিগনালিং সিস্টেমটি প্রথমবারের জন্য সফলভাবে প্রদর্শিত হয়েছে।। সেই সাথেই, সফলভাবে কাজ করেছে প্রতিটি প্লাটফর্মের স্ক্রিন ডোরও।

অবশ্যই পড়ুন: যোগ রয়েছে ISI-র! নজরে BSF জাওয়ানরা, সীমান্তে বড়সড় কিছু ঘটাতে চলেছে বাংলাদেশ!

প্রথম একই ট্র্যাকে চলল র‍্যাপিড রেল ও মেট্রো

জানিয়ে রাখি, দিল্লি থেকে গাজিয়াবাদ-মিরাট করিডোরের অন্তত 55 কিলোমিটার পথ ইতিমধ্যেই যাত্রীদের জন্য খুলে দেয়া হয়েছে। ওই দীর্ঘ যাত্রাপথে রয়েছে মোট 11টি স্টেশন। শোনা যাচ্ছে বাকি 4.5 কিলোমিটারের ট্রায়াল রান দ্রুত গতিতে চলছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মিরাট মেট্রো ট্রায়াল রান প্রক্রিয়াটিও র‍্যাপিড রেলের মিরাট সাউথ ও মোদিমপুরম ডিপোর মধ্যেই সম্পন্ন হয়েছে। কাজেই বলা যায়, দেশের মাটিতে এই প্রথমবারের মতো একই ট্র্যাকে সম্পন্ন হল র‍্যাপিড রেল ও স্থানীয় মেট্রো পরিষেবা।

Leave a Comment