বিবেকানন্দ সহ বাকি মনীষীদের সাথে স্কুলের গ্রন্থাগারে থাকবে মমতারও বই, তালিকা পাঠাল শিক্ষা দপ্তর

সৌভিক মুখার্জী, কলকাতা: লাইব্রেরীতে আইনস্টাইন, বিবেকানন্দের বই তো থাকবেই। এবার সঙ্গে রাখা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বইও। হ্যাঁ, এবার রাজ্যের স্কুলগুলির গ্রন্থাগারে বাধ্যতামূলকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই থাকবে। এ নিয়ে রাজ্যের শিক্ষা মহলে শুরু হয়েছে জোর চর্চা।

কী বলছে নির্দেশিকা?

আসলে সম্প্রতি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাঠিয়েছে। আর সেই নির্দেশিকায় বলা হয়েছে যে, গ্রন্থাগার গঠনের জন্য রাজ্য সরকার এবার প্রতিটি স্কুলগুলিকে 1 লক্ষ টাকা অনুদান দিচ্ছে। আর সেই অনুদানের ভিত্তিতে 515টি নির্দিষ্ট বই কিনে স্কুলের লাইব্রেরীতে রাখতে হবে। পাশাপাশি তালিকায় থাকবে মুখ্যমন্ত্রীর 19টি বই।

মুখ্যমন্ত্রীর কোন বইগুলি তালিকায় থাকছে?

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর যে সমস্ত বই গ্রন্থাগারে রাখা হবে তার মধ্যে থাকছে- মা, কথাঞ্জলি, উপলব্ধি, ক্রোকোডাইল আইল্যান্ড, পল্লবী, পথের সাথী এবং আরো কিছু কাব্যগ্রন্থ ও ভাবনাপত্র। এমনকি থাকবে বিভিন্ন সময়ে লেখা তার কবিতা, চিঠি, ভ্রমণের অভিজ্ঞতা এবং রাজনৈতিক চিন্তাভাবনা সংক্রান্ত বই।

আরও পড়ুনঃ মাত্র ৭০০ টাকায় ১৩৩ কিমি! প্রথমবার আকাশে উড়ল ইলেকট্রিক বিমান

তবে এই সিদ্ধান্তকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে শিক্ষা মহলে। কেউ কেউ বলছে, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক ছোঁয়া লাগছে। আবার কেউ কেউ বলছে, মুখ্যমন্ত্রী যদি সত্যিই সাহিত্য চর্চা করে থাকে, তাহলে শিক্ষার্থীদের উপকার হতে পারে। এখন সমস্ত জল্পনার উত্তর সময় বলে দেবে।

Leave a Comment