হাতে গুনে বদলা? মার্কিন সেনাঘাঁটিতে দাঁতভাঙা হামলা ইরানের! আরও ভয়ঙ্কর হল পরিস্থিতি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিলম্ব নয়! রবিবারের বদলা সোমেই নিল ইরান। গতকাল ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে জোরালো হামলা চালায় আমেরিকা। তবে সেই আঘাত সহ্য করে পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তেহরান।

এবার কথামতোই কাজ হয়েছে! রবিবারের আঘাতের বদলা সোমবার সুদে-আসলে উসুল করল খামেনির দেশ। জানা যাচ্ছে, এবার সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে ভয়ঙ্কর হামলা (Iran Attacks US Military Base) চালিয়েছে তেহরান।

সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে দাঁতভাঙা হামলা ইরানের!

রবিবারের মার্কিন হামলার পালটা জবাব দিল ইরান। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছে তেহরান।

ওই ভয়াবহ হামলায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই খবর মেলেনি। তবে সূত্র বলছে, ইরানের বিধ্বংসী হামলায় মার্কিন সেনা ঘাঁটির ক্ষয়ক্ষতি হবে যথেষ্টই!

ইরানে মার্কিন হামলার নিন্দা করেছিল রাশিয়া

গতকাল অর্থাৎ রবিবার ইরানকে শিক্ষা দিতে আচমকা দেশটির তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে অতর্কিতে হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। সূত্রের যা খবর, আমেরিকার জোরালো হামলায় ইরানের তিন গবেষণা কেন্দ্রই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে! এমন মন্তব্যের সাথে একমত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

যদিও ইরানে আমেরিকার এমন ভয়াবহ হামলার সরাসরি নিন্দা জানিয়েছে রাশিয়া। সোমবার আমেরিকার সামরিক হামলার পর রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে ইরান ও আমেরিকা। আর ঠিক সেই পর্বেই ইরানে হওয়া মার্কিন হামলার বিরুদ্ধে সোচ্চার হয় রাশিয়া।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রণালয়ের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ইরানের ওপর আমেরিকার এমন ভয়াবহ হামলা সম্পূর্ণ দায়িত্বহীন ও আন্তর্জাতিক আইনের ঘোর বিরোধী। এদিন কার্যত ইরানের পাশে থেকেই মার্কিন হামলার নিন্দা করেছিল রাশিয়া। আর সেই বিরোধিতার রেশ কাটার আগেই এবার সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে দাঁতভাঙা হামলা চালালো ইরান।

অবশ্যই পড়ুন: মেট্রোর সাথে এক ট্র্যাকেই ছুটবে র‍্যাপিড রেল, সফল হল ট্রায়াল

উল্লেখ্য, সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের এমন ভয়াবহ হামলার পর এবার ফের পাল্টা প্রত্যাঘাত হানতে পারে আমেরিকা! তবে সেই সম্ভাবনা যদি সত্যি হয় সেক্ষেত্রে, তা তেহরানের জন্য সত্যিই চিন্তার হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Leave a Comment