টোটো ধরায় ট্র্যাফিক কনস্টেবলকে রাস্তায় ফেলে পেটালেন শ্রীরামপুরের তৃণমূল নেতা!

Serampore

প্রীতি পোদ্দার, শ্রীরামপুর: পুলিশের উপরে ফের শাসক নেতার অত্যাচার! শ্রীরামপুরের (Serampore) ভরা রাস্তায় সকলের সামনে এক ট্র্যাফিক কনস্টেবলকে সপাটে চড় কষালেন তৃণমূল নেতা। ট্র্যাফিক আইন ভাঙায় এক টোটো চালককে রাস্তায় আটকানোয় মহা বিপদে পড়লেন পুলিশকর্মী। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমতাবস্থায় রাজ্যে আইনরক্ষক পুলিশের নিরাপত্তা নিয়ে উঠে আসছে একাধিক অভিযোগ।

পুলিশ কর্মীকে থাপ্পড়  তৃণমূল কর্মীর

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার, সন্ধ্যে বেলায় দিল্লি রোডে এক টোটোকে আটকায় বাঙ্গিহাটি এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল। তখনই ওই টোটো চালক শেখ রবিয়াল নামের পরিচিত এক তৃণমূল কর্মীকে ডাকেন। তিনি সেখানে উপস্থিত হলে রাজ্য সড়কে টোটো আটকানোকে কেন্দ্র করে শুরু হয় মহা শোরগোল। প্রথমে বাধে বচসা তারপর কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলেন তৃণমূল নেতা। ভরা রাস্তায় ট্র্যাফিক কনস্টেবলকে পেটানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর কর্মীর বিরুদ্ধে। খবর পেয়ে নিমেষে ছুটে আসে অন্যান্য পুলিশ কর্মীরা। উদ্ধার করা হয় আহত ট্রাফিক পুলিশকে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শ্রীরামপুর থানা।

ক্ষুব্ধ বিরোধীরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবারই অভিযুক্ত তৃণমূল কর্মী শেখ রবিয়ালকে গ্রেফতার করা হয় এবং বুধবার পেশ করা হয় শ্রীরামপুর আদালতে। আপাতত, অভিযুক্তকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে পুলিশ মহলে। অভিযুক্ত তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিচুতলার পুলিশকর্মীরা। পুলিশের একাংশের অভিযোগ, শাসক দলের নেতাদের হাতে বারবার আক্রান্ত হতে হচ্ছে পুলিশকর্মীদের, তাতে শাসন ব্যবস্থার প্রতি মনোবল ভেঙে যাচ্ছে। তাই এর একটা বিহিত করা উচিৎ। এদিকে এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন: ফাঁকা বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বাঁকুড়ায়! গ্রেপ্তার তৃণমূল কর্মী তাপস বাগদী

বিজেপি নেতা স্বপন পাল জানিয়েছেন যে, “তৃণমূলের শেষের শুরু হয়েছে। সিপিএম আমলের শেষের দিকে ঠিক এরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজ্যে একের পর এক পুলিশের উপরে আক্রমণের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলের নেতা–কর্মীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে। পুলিশ পিটিয়েও অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল নেতারা রেহাই পেয়ে যাচ্ছেন। তৃণমূল দলের পক্ষ থেকেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।” তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁই। তিনি বলেন, ‘কর্তব্যরত পুলিশকর্মীর উপরে শারীরিক নিগ্রহের যে ঘটনাটি ঘটেছে, সেটাকে দল কোনও ভাবেই অনুমোদন করে না। ”

Leave a Comment